

**সিনিয়র ক্রাইম রিপোর্টার ছৈয়দুল করিম খান**চট্টগ্রাম।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম নক্ষত্র, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। মঙ্গলবার এক আনুষ্ঠানিক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাইস-চ্যান্সেলর তাঁর শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির ‘আপোষহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে বলেন, “সর্বজন গ্রহণযোগ্য এই নেত্রীর মৃত্যুতে রাষ্ট্র এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো এবং জাতি হারালো তার এক যোগ্য অভিভাবককে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ ও সংকট সাহসিকতার সাথে মোকাবিলা করেছেন। বিশেষ করে একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল অনস্বীকার্য।”
বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের ওপর আলোকপাত করে প্রফেসর ড. মোঃ শামছুল আলম আরও বলেন, “তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে তিনি ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিয়েছেন। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ত্যাগ, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।”
শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বেগম জিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করে উপাচার্য বলেন, “বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা, নারী শিক্ষার বিকাশ এবং নারীর ক্ষমতায়নে তিনি যুগান্তকারী ভূমিকা রেখেছেন। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, সংসদীয় রাজনীতির বিকাশ এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর প্রজ্ঞা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দেশজুড়ে অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।