

সিনিয়র রিপোর্টার ছৈয়দুল করিম প্রতিবেদক চট্টগ্রাম |
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না,তিনি ছিলেন মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যিনি বাংলাদেশকে হৃদয়ের গভীরে ধারণ করতেন,দেশের মানুষের সংকট,দুর্যোগ ও দুঃসময়ে নিজের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি উপেক্ষা করে তিনি বারবার ছুটে গেছেন আর্তমানবতার পাশে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) টাইগারপাসস্থ কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত খতমে কোরআন,দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার সাথে চট্টগ্রামের গভীর আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন,চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি দেশনেত্রীর ছিল অকৃত্রিম দরদ,নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন,২০০৮ সালে দীর্ঘ কারাবাস শেষে তিনি যখন চট্টগ্রামের লালদীঘি ময়দানে আসেন,তখন তিনি নিজের বা দলের জন্য ভোট চাননি,তিনি চেয়েছিলেন দেশ ও মানুষের হারানো অধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আজ।