
রাজশাহীর তানোরে শহিদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।
আজ পহেলা জানুয়ারী ২০২৫, রোজ বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলায় ছাত্র জনতার উদ্যোগে শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠিন বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চার ঘটিকার সময় তানোরের ছাত্র সমাজ তানোর হলের মোড়ে জমায়েত হয়ে শান্তি পূর্ণ ভাবে তাদের পূর্ব ঘোষিত উক্ত বিক্ষোভ মিছিল শুরু করেন। হাদির খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগানে বিক্ষোভ মিছিলটি হলের মোড় থেকে শুরু হয়ে তানোর গোল্লা পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে তানোর থানার তিন মাথার মোড় অবস্থান নেয়। সেখানে ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ যথাযথ সকল প্রশাসনের নিকট হাদি হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। শহিদ হাদি হত্যার বিচার দ্রুত না হলে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন বিক্ষোভ কারী উপস্থিত ছাত্র সমাজ।
আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ছাত্র নাজমুল হক- আহ্বায়ক, রায়হান মন্ডল – যুগ্ম আহ্বায়ক, মমিন- সদস্য সচিব, তৌহিদুল ইসলাম – সহ- সদস্য সচিব, এখলাসুর রহমান- নির্বাহী সদস্য, ইসমাইল হোসেন- নির্বাহী সদস্য, সাব্বির চৌধুরী- নির্বাহী সদস্য সহ আরো অনেক ছাত্র নেতা। বক্তব্য শেষে শান্তি পূর্ণ ভাবে আহ্বায়ক নাজমুল হক আজকের বিক্ষোভ ও বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।