1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরীকে দেখতে চান সাধারণ মানুষ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক–অপহরণকারী চক্রের ‘মিডিয়া ট্রায়াল’: নেপথ্যে প্রতিহিংসার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক–অপহরণকারী চক্রের ‘মিডিয়া ট্রায়াল’: নেপথ্যে প্রতিহিংসার অভিযোগ

কক্সবাজার টেকনাফ ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে একের পর এক সফল অভিযানের মাধ্যমে মানব পাচারকারী ও মাদক সিন্ডিকেটের ভিত নাড়িয়ে দেওয়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টেকনাফ মডেল থানা ও বর্তমানে ঈদগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউল আলম।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, টেকনাফে দায়িত্ব পালনকালে মাত্র আড়াই মাসের মধ্যে এসআই বদিউল আলম অভাবনীয় সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৯৩ জন মানব পাচারের শিকার ভিকটিম উদ্ধার, ২০ জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার, ২৫ জন কুখ্যাত মানব পাচারকারী ও অপহরণকারী গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি একটি চাঞ্চল্যকর মানব পাচারকালে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নিশ্চিত করা হয়।
অনুসন্ধানে আরও জানা যায়, গত ২৯ জানুয়ারি টেকনাফের একটি শক্তিশালী মাদক ও অপহরণকারী চক্রের এক সদস্য গ্রেপ্তারের পর থেকেই একটি মহল এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে, কক্সবাজারের দুইজন নামধারী প্রভাবশালী সাংবাদিক গ্রেপ্তারকৃত আসামিকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে এসআই বদিউল আলমকে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর থেকেই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় আড়াই মাস আগের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ‘অস্ত্র দিয়ে ফাঁসানো’ ও ‘টাকা লেনদেনের’ মতো ভিত্তিহীন অভিযোগ তুলে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজের মনগড়া ব্যাখ্যা এবং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ২ লাখ টাকা গ্রহণের অভিযোগ তোলা হয়েছে, যা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার স্পষ্টভাবে জানিয়েছেন, “এসআই বদিউল আলমের বিরুদ্ধে ২ লাখ টাকা লেনদেনের অভিযোগের কোনো সত্যতা নেই। এ সংক্রান্ত কোনো প্রমাণও পাওয়া যায়নি।”
স্থানীয়দের ভাষ্য, ঈদগাঁও টু ঈদগড় সড়কে ডাকাতি ও সন্ত্রাস দমনে যখন এসআই বদিউল আলম দিনরাত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করছেন, ঠিক সেই সময় অপরাধীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেই তাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।
সচেতন মহলের প্রশ্ন, একজন সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধী সিন্ডিকেটের মদদে এ ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ কতটা নৈতিক ও গ্রহণযোগ্য? একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আড়াল করতে এমন অপচেষ্টা বন্ধে নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com