1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব

রংপুর বিভাগে টার্গেট পূরণ না হলেও সরিষার ফলন ভাল হয়েছে।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রংপুর বিভাগে টার্গেট পূরণ না হলেও সরিষার ফলন ভাল হয়েছে।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

চলতি মৌসুমে রংপুর বিভাগে সরিষার বীজ বিতরণ করায় আবাদ ভাল হয়েছে। বিনা সরিষা রংপুরের ৮ জেলায় ৪২’শ কৃষককে আড়াই কেজি করে বিনা মূল্যে বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ।

 

৫৯ টি উপজেলায় ১০০টি প্রদশর্নী প্লট স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১২ হাজার কৃষকের মাঝে ২২ হাজার কেজি বীজ বিতরণ করেছে।

 

২০২৫-২৬ অর্থবছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৮৬৬ হেক্টর, আবাদ হয়েছে ২৪ হাজার ২৫৫ হেক্টর।

 

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জেলার আটটি উপজেলায় ২৫ হাজার ৪২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।

 

তবে চলতি মৌসুমে সেই আবাদ নেমে এসেছে ২৪ হাজার ২৫৫ হেক্টরে।

 

অর্থাৎ এক বছরে সরিষার আবাদ কমেছে ১ হাজার ১৬৫ হেক্টর জমি। উপজেলা ভিত্তিক হিসাবে দেখা যায়, সরিষার আবাদ সবচেয়ে বেশি কমেছে পীরগঞ্জ উপজেলায়।

 

গত বছরের তুলনায় সেখানে ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে কম সরিষা আবাদ হয়েছে। এরপর রয়েছে কাউনিয়া উপজেলা ৫১৫ হেক্টর এবং রংপুর সদর উপজেলায় ২২০ হেক্টর জমিতে কম সরিষার চাষ হয়েছে।

 

এ বছর রংপুর জেলার আটটি উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৮৬৬ হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৫৮৬ মেট্রিক টন।

 

সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে টানা বৃষ্টির কারণে অনেক জমি সময় মতো প্রস্তুত করা সম্ভব হয়নি।

 

ফলে সরিষা চাষে আগ্রহ থাকলেও অনেক কৃষক বাধ্য হয়ে আবাদ করতে পারেননি।
পীরগঞ্জের কৃষক আবুল বাশার, বাচ্চু ও আলামিন জানান, “এ বছর অসময়ে বৃষ্টির কারণে জমি সরিষার উপযোগী করা যায়নি।অথচ সরিষা চাষ করলে কম খরচে ভালো লাভ করা সম্ভব ছিল।

 

তাঁরা বলেন, “গত বছর সরিষা বিক্রি করে প্রত্যেকে অর্ধলক্ষাধিক টাকা আয় করেছি। অন্য ফসলের তুলনায় সরিষায় ঝুঁকি কম ও লাভ বেশি।

 

কাউনিয়া উপজেলার বাহাগিলী গ্রামের কৃষক রতন মোল্লা বলেন, “আমাদের এলাকার জমি উঁচু হওয়ায় কিছু জমিতে সময়মতো সরিষা আবাদ করা গেছে।

 

কিন্তু থাকায় পারেননি, তারা আলুসহ অন্যান্য ফসলে ঝুঁকেছেন।” অসময়ে বৃষ্টি ও মাটির অতিরিক্ত আর্দ্রতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে সরিষার আবাদ হয়েছে।

 

কম খরচে লাভজনক ফসল হওয়া সত্ত্বেও এ বছর গত অর্থবছরের তুলনায় ১ হাজার ১৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ কম হয়েছে।

 

কৃষকেরা সরিষা বাদ দিয়ে আলু, ভুট্টাসহ বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ,
রংপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, “কৃষি অফিস থেকে বীজ ও সার পেলেও মাঠ নিচু হওয়ায় পানি জমে ছিল।

 

তাই এ বছর সরিষা আবাদ করা সম্ভব হয়নি।”
পীরগাছা উপজেলার নয়াবাড়ি গ্রামের কৃষক ছাইদুর রহমান জানান, “যে জমিতে আগে সরিষা করতাম, বন্যার কারণে এবার সেখানে ধান চাষের উপযোগী করে তুলছি।

 

অন্যান্য কৃষকেরা জানান, সরিষা আবাদ ব্যাহত হলে লোকসানের ঝুঁকি বেশি থাকে।

 

অন্যদিকে ভুট্টা বা অন্যান্য ফসলের ফলনআশানুরূপ না হলেও ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।

 

এ কারণেই অনেক কৃষক সরিষা বাদ দিয়ে বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন,
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, “অসময়ে বৃষ্টি, মাটির অতিরিক্ত আর্দ্রতা এবং আলু চাষের দিকে ঝুঁকে পড়ায় এ বছর সরিষার কিছুটা কমেছে। তবে যেসব জমিতে সরিষা করা যায়নি, সেসব জমিতে পানি নেমে যাওয়ার পর কৃষকেরা ভুট্টাসহ অন্য ফসল করেছেন।

 

বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো: রফিকুল ইসলাম জানান রংপুর বিভাগের রংপুর জেলা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠকুরগাঁও, পঞ্চগড় জেলায় চলতি বছর বিনা সরিষা -১১ জাতের চাষ ভাল হয়েছে ।

 

তিনি জানান ৮ জেলায় প্রায় ৪২’শ কৃষককে আড়াই কেজি করে বিনা মূলে বীজ দেয়া হয়েছে। তিনি আরও বলেন রংপুরের ৮ জেলার ৫৯ টি উপজেলায় ১০০টি প্রদশর্নী প্লট স্থাপন করা হয়েছে ।

 

কৃষককে হাতে কলমে পরামর্শ দেয়া হয়েছে। এতে করে সরিষার ফলন ভাল হবে। কৃষক তেলের উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com