
রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার
হাফিজুর রহমান খান, কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারে রাত্রিকালীন অভিযানে মোবাইল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় পর্যটক ও সাধারণ মানুষের মোবাইল চুরির অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে (১৪ জানুয়ারি) কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় টুরিস্ট পুলিশ।
গ্রেফতারের সময় অভিযুক্তের কাছে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলো সম্প্রতি পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।