
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীর আলম, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উখিয়া উপজেলার কোর্ট বাজার ও রুমখা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, দৈনিক মুক্ত খবর পত্রিকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরপরই জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কোর্ট বাজার ও রুমখা বাজারে নুরুল আমিনের মালিকানাধীন ওমেরা গ্যাসের ডিলার ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এ পৃথক অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন,
“জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উখিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম নির্বাচনী আচরণবিধি পরিপন্থী ব্যানার ও পোস্টার পরিলক্ষিত হলে তা অপসারণ করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে উখিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।