1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা সিএমপি ডিবি’র অভিযানে মালামাল সহ ছিনতাইকারী চক্রের আটক ৫ চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্স বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাত অব্যাহত, অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধসের শঙ্কা চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮ বিয়ের নামে নারীর সাথে প্রতারণা; আদালতে ধর্ষণ মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ ভুমি দস্যূ হাসনা বেগমে ‘র প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সরকারি কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত

আমদানি-নিষিদ্ধ ২১লক্ষ টাকার সিগারেট’সহ আটক-২ ১ সিএমপি

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ২১ লক্ষাধিক টাকা মূল্যমানের আমদানি-নিষিদ্ধ বিভিন্ন ব্র‍্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার গ্রেফতার ২ জন।

১২মে, (বরিবার)সন্ধ্যা সাড়ে ৭টায়, আসামি মোঃ আমিরুল ইসলাম (৩২) ও আসামি মোঃ আবু মুছা (৩৬)-দ্বয়ের হেফাজত থেকে ১২টি বস্তার ভিতরে ১৯২০ কার্টন বা ১৯,২০০ প্যাকেট বিভিন্ন ব্র‍্যান্ডের আমদানি-নিষিদ্ধ বিদেশি সিগারেট পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করেন।

কোতোয়ালী থানার এসআই (নি.) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশ মুখে রাস্তার উপর থেকে আটক করে।

উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ ১২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।

জব্দকৃত মালামাল ও আলামত হলো:
১। ০৬ (ছয়) টি বস্তা যার প্রতিটির ভিতরে ২০০ কার্টন করে মোট (০৬×২০০)= ১২০০ কার্টন, প্রতি কার্টনে ১০ প্যাকেট করে মোট (১০×১২০০)= ১২০০০ প্যাকেট আমদানি-নিষিদ্ধ বিদেশি ব্র্যান্ডের সিলভার ও গোল্ড ফ্লেবারের ORIS সিগারেট, প্রতি কার্টনের মূল্য ১০৭০ টাকা করে সর্বমোট মূল্য (১২০০×১০৭০)= ১২,৮৪,০০০/- টাকা।
২। ০৬ (ছয়) টি বস্তা যার প্রতিটিতে ১২০ কার্টন করে মোট (০৬×১২০)= ৭২০ কার্টন, প্রতি কাটে ১০ প্যাকেট করে মোট (১০×৭২০)= ৭২০০ প্যাকেট আমদানি-নিষিদ্ধ বিদেশি Malboro gold সিগারেট, প্রতি কাটের মূল্য আনুমানিক ১১৫০ টাকা করিয়া সর্ব মোট মূল্য (৭২০×১১৫০)= ৮,২৮,০০০/- টাকা।

৩। ০১ নং ও ০২ নং আলামত পরিবহনে ব্যবহৃত কাঠের তৈরি ১টি ভ্যানগাড়ি। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com