1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

যৌন হয়রানি ও ইভটিজিং এর শিকার হচ্ছে কলেজ ছাত্রীরা মেয়েদের কাছে আতঙ্কের নাম কিশোর গ্যাং সাইফুল ইসলাম সাইমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর নগরী পাঁচলাইশ থানা দিন ও বায়েজিদ বোস্তামী থানার অধীনে যৌন হয়রানি ও ইভটিজিং এর শিকার হচ্ছে কলেজ ছাত্রীরা গত (১৬ মে রোজ বৃহস্পতিবার) দুপুর ০৩ টার সময় সরকারি আশেকানিয়া আউলিয়া ডিগ্রি কলেজ থেকে কয়েকজন ছাত্রী বের হয়ে সিএনজিতে চড়ে আতুরারডিপু যাওয়ার সময় বহিরাগত সাইফুল নামে এক ছেলে যৌন হয়রানি করেছেন সিএনজিতে থাকা ছাত্রীদেরকে ঐ সময় ছাত্রীরা মুরাদপুর হামজারবাগ কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে কলেজের সামনে থেকে যৌন হয়রানি করতে করতে আতুরারডিপু বাজারে মুরে পৌঁছান হঠাৎ করে কিশোর গ্যাং সাইফুল ইসলাম নেমে হাঁটতে থাকেন সাইফুল হঠাৎ করে আশেপাশ থেকে সাইফুল নেতৃত্বে ও তার চক্রবর্তী সদস্যরা কলেজ পড়ুয়া মেয়েদের সাথে হাঁটতে থাকেন ওই সময় যৌন হয়রানি ও ইভটিজিং বিভিন্ন খারাপ ও কুপস্থাতাপ দেন,হোটেলে নিয়ে যাওয়ার জন্য এক পর্যায়ে রাজি না হওয়ায় গায়ের ওড়না ও হাত ধরে টানাটানি করতে থাকেন ওইখান থেকে একজনকে সনাক্ত করে হাত ধরে টানাটানি করে সিএনজিতে তুলতে চাইলে মেয়েরা চিৎকার চেঁচামেচি করলে লোকজন জোড়া হয়, ওইখানেই কিশোর গ্যাং সাইফুল ইসলাম সাইমন ও তার সদস্যরা শরীরে প্যান্টের কোমর থেকে অস্ত্রশস্ত্র সেভেন কিছু ধারালো ব্লেড ও অস্ত্র বের করেন আশেপাশের লোকজনকে ভয় ভীতি দাখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন,পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং সাইফুল ইসলাম সাইমন চিল্লায় চিল্লাই উচ্চসুর বলতে থাকেন এই বিষয় নিয়ে কেউ যদি মুখ খোলেন পুলিশ প্রশাসনকে তাহলে কলেজ পড়া মেয়েদেরকে ও আপনাদের কে চিনে রেখেছে সময়মত এসে সবার মুখে এসিড মেরে জীবন শেষ করে দিব আরো বলেন সবাইকে দেখে নিব,

এই বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করলে সিএনজি চালক ও আশেপাশের লোকজন ঘটনাটি নিশ্চিত করে তারা বলেন আমাদেরকে হুমকি দিয়ে গেছে আমরা যদি মুখ খুলি আমাদেরকে এসিড মেরে দিবে,তারা আরো নিশ্চিত করেন আমরা মেয়েকে উদ্ধার করেছি তাদের হাত থেকে ওই দুষ্টু ছেলেদের হাতে একটি কাছের বোতল ছিল ও বারবার বলছে আমি এখন এসিড মেরে দিব আমরা তারপরে সাহস করে সবাই একসাথে হয়ে তাদেরকে ধরার চেষ্টা করলে তারা ওইখান থেকে বিভিন্ন রকম হুমকি দিয়ে অস্ত্র শস্ত্র বিভিন্ন রকম হুমকি দিয়ে দেখাইয়া পালিয়ে যায়

সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ অধ্যাপক প্রফেসর মোঃ ফেরদৌস আলম গণমাধ্যম কর্মীদেরকে মোবাইল ফোনে নিশ্চিত করেন কিশোর গ্যাং বখাটে সাইফুল ইসলাম সাইমন গত ০২ থেকে ০৩ মাস মাস আগেও কলেজ পাঙ্গনে চতুর্থ তলায় পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়েকজন বহিরাগত ছেলে নিয়ে আমাদের মেয়েদেরকে যৌন হয়রানি ও ইভটিজিং করেন আমি ঘটনাটি সোনার সাথে সাথে অফিস থেকে বের হলে তারা তৎক্ষণিক পালিয়ে যায়,ছাত্রীরা তার অভিভাবক কে ফোন করে ডেকে আনে এ বিষয় নিয়ে তাদের সাথে আলাপ করার পর তারা মৌখিক ভাবে আমাকে অভিযোগ দেন আমি তাদেরকে ওই বিষয়টি একটি টিম গঠন করে দেখবো বলে জানাই,তিনি আরো নিশ্চিত করেন আজ যে সমস্যা হয়েছে দুঃখজনক আমি তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করছি তারা আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দিলে আমরা দ্রুত পদক্ষেপ নিব,

অভিভাবকরা গণমাধ্যম কর্মীদেরকে বলেন গত ২-৩ মাস আগে সমস্যা হয়েছিল কলেজের ভিতরে ০৪ তলায় কলেজ কর্তৃপক্ষরা কোন ধরনের পদক্ষেপ না নেওয়ার কারণে সেই আজ আবারও আমাদের মেয়েদেরকে এভাবেই যৌন হয়রানি ও মুখে এসিড মারার জন্য চেষ্টা করেছেন আজ যদি আশেপাশের লোকজন না আসতো আমার মেয়ের জীবন সর্বহারা হয়ে যেত কলেজ কর্তৃপক্ষ কি দায় নিবে যদি আমার মেয়ের কিছু হয়ে গেলে,তারা ঘটানো সম্পর্কে সবকিছু জানার পরও চুপচাপ রয়েছে,কলেজ কর্তৃপক্ষের সরকারিভাবে আইন আইনিকভাবে সুযোগ-সুবিধা ব্যবস্থা থাকার পরও তারা চুপচাপ হয়েছে তাহলে কি কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে হাত মিলিয়েছে,নাকি কি আমাদের মেয়ে পড়াশোনা করতে পারবেনা,কিশোর গ্যাংয়ের হাত থেকে কি রক্ষা পাবে না,নিরাপদ নয় আমাদের মেয়েরা কলেজের ভিতরেও,যদি নিরাপদ হতো সে কিভাবে কলেজের ভিতর প্রকাশ্যে বহিরাগত লোক নিয়ে ০৪ তলায় পরীক্ষা চলাকালীন অবস্থায় ঢুকে মেয়েদেরকে যৌন হয়রানি করে,কেন কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ হার মানলেন কিশোর গ্যাং এর অত্যাচার থেকে।

অবশেষে কিশোর গ্যাং সাইফুল ইসলাম সাইমন নাম ঠিকানায় জানা গেল

নাম: সাইফুল ইসলাম সাইমন,
পিতা: আমির হামজা
মাতা:গুলসার বেগম,
দক্ষিণ দোহাজারী বরপাড়া,
স্কুল : খানদিঘী এম এল হাই স্কুল ছাত্র চট্টগ্রাম চন্দনাইশ বাগিচার হাট।

যৌন হয়রানি ও ইভটিজিং কিশোর গ্যাং সাইফুল ইসলাম সাইমন নিয়ে থাকছে
আজ প্রথম (১)পর্ব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com