
মোঃ ইমরুল আহসান
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ্, পিপিএম-এর নেতৃত্বে পাহাড়তলী থানার এসআই সবুজ মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ২৬/০৫/২৪ খ্রি. রাত (২৫ মে দিবাগত) ০০.৪০ ঘটিকায় একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলমগীরকে সিআর-১৩৫/২৩, ধারা- বিদ্যুৎ আইনের ৩২ মূলে গ্রেফতার করেন।
এছাড়াও পাহাড়তলী থানার এসআই সুফল কুমার দাশ ও এএসআই শাকিল কান্তি সেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ২৫/০৫/২৪ খ্রি. পাহাড়তলী থানাধীন বিটাক বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে সন্ধ্যা ১৯.৪০ ঘটিকায় একটি নন-জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ হারুনুর রশিদকে নন-জিআর- ৩৫৪/২৩, পাহাড়তলী থানার নন-এফআইআর নং- ১১/২৩, টি- ৮৭৪/২৩, ধারা-৩২৩/৫০৬ দ.বি. মূলে গ্রেফতার করেন।