
কবিতার নাম: জিন্দা লাশ
কলমে:তাসলিমা আক্তার
তারিখ:০২/০১/২০২৪
আমি এক জিন্দা লাশ
গলায় পরেছি ফাঁস।
অমানুষের অত্যাচারে
আমি বেচে থেকেও
একটা জিন্দা লাশ।
আর কি কোনো দিন
লাশের নকল কাফন হতে
বের হতে পারব না আর
চেষ্টা করে যায় বারে বার
আমি এক জিন্দা লাশ।
আমার এ ফাঁসে
কারো কি যায় আসে?
কেন এ মিথ্যা অভিসার
মায়ার বাধন সংসার।
আমি জিন্দা লাশ।
বিধাতার খেলা বুজা বড় দায়
আমি যে অসহায়
জীবন সংসার মাঝে
সকাল ও সন্ধ্যা বেলার সাজে
সরমে ও লাজে,
আমি এক জিন্দা লাশ।