ডেস্ক রিপোর্ট
রাজধানী থেকে দৈনিক ৮ কোটি টাকা চাঁদা আদায় করে হয় পুলিশ ও নেতাদের নাম
ঢাকার ফুটপাতে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ৮ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করা হয় বলে দাবি করেছে বাংলাদেশ হকার্স ফেডারেশন।
তাদের মতে, ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতায় প্রায় ২,৭০,০০০ হকার রয়েছে এবং প্রতিটি হকার থেকে গড়ে দৈনিক ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়।
ফেডারেশনের সভাপতি আবুল কাশেম জানান, পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং “লাইনম্যান” নামে পরিচিত একটি গোষ্ঠী এই চাঁদা আদায়ের সাথে জড়িত।
তবে পুলিশ ও ঢাকার দুই সিটি কর্পোরেশন এই অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
হকারদের মতে, ফুটপাতগুলোকে “ইজারা” দেওয়ার একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে, যা রাস্তা অনুযায়ী এবং প্রতি ফুটের হিসাবে গণনা করা হয়।
স্টল, রিকশা-ভ্যান কার্ট বা মোবাইল হকারদের জন্য পৃথক গণনা করা হয়। গুলিস্তান, নিউ মার্কেট, বাইতুল মুকাররম, পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ এবং ফুলবাড়িয়া এলাকার
ফুটপাতগুলোতে এই চাঁদা আদায়ের মাত্রা সর্বোচ্চ। ঢাকার প্রায় সব এলাকাতেই ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে একটি গ্রুপ কাজ করে।