আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর
-দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে জুন) রাত্রি ৯ ঘটিকায় বিরামপুর পৌরসভার কনফারেন্স সভা কক্ষে উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেষ কুমার কুন্ডু এবং সহকারি নির্বাচন কমিশনার বিরামপুর দর্জি কারিগরি সমিতির সভাপতি মোঃ সানোয়ার হোসেন এর পরিচালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ১২ সংগঠনের ৩৯ টি ভোটারদের উপস্থিতির মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রাপ্ত ভোট ৩৫ জন।
সভাপতি নির্বাচিত হয়েছেন নুর আলম প্রাপ্ত ভোট ২৬, তার নিকটতম প্রতিদ্বন্দী বাবুল হোসেন বাবুলাল প্রাপ্ত ভোট ৯ ,
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুকুল সরকার প্রাপ্ত ভোট ২৭ ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল প্রাপ্ত ভোট ৮,
কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহীন প্রাপ্ত ভোট ৩২ নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন প্রাপ্ত ভোট ৩ ,তিনটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।