নিজস্ব প্রতিবেদক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্মিলিত অভিযানের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় একটি নকল ও ভেজাল পণ্যের গোডাউনে অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে “মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ” নামীয় প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ টাকা (দুই লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।গতকাল ১৮ আগস্ট রবিবারে এঅভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক(মেট্রো) জনাব মোঃ আনিছুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নকল-ভেজাল এসকল পণ্যের মধ্যে রয়েছে- সোনার চাবি নামীয় ব্রান্ডের সাধারণ চালকে চাষী চিনিগুড়া চালের অনুকরণ করা প্যাকেটে বনলতা সুগন্ধি চিনিগুড়া চাল নামে প্যাকেটজাত করছেন। এছাড়া খোলা একই চা পাতার বস্তা থেকে চা পাতা নিয়ে বনলতা ক্লোন টি, বনলতা গোল্ড টি, বনলতা প্রিমিয়াম টি নামে প্যাকেটজাত করছেন। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।