1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে র‍্যাবের অভিযানে বিদেশি হুজি রাইফেলসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার পবিত্র লাইলাতুল মেরাজ আজ মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন কক্সবাজারে এডিসি স্বামীর দাপটে অফিসে অনুপস্থিত উপ-তত্ত্বাবধায়ক তানজিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার।

প্রবাসী বাংলাদেশিদের দুবাই কনস্যুলেটের আউটসোর্সিং সার্ভিস সুবিধার চেয়ে ভোগান্তি বেশি

নিজস্ব সংবাদদাতা সংযুক্ত আরব আমিরাত
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা
সংযুক্ত আরব আমিরাত

প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা সহজ করতে কয়েক মাস আগে আলাদা প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে ‘আউটসোর্সিং সেবা’ চালু করে দুবাই কনস্যুলেট তবে এসব সেবা নিতে এসে বাড়তি সময় আর অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে বলে অভিযোগ করছেন প্রবাসীরা।

তারা বলছেন, আগে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে যে সেবা পাওয়া যেত, তা সহজ করতে ‘আউটসোর্সিং সেবা’ চালু হলেও উল্টো ‘ভোগান্তিই’ হচ্ছে।

এমআরপি পাসপোর্টের জন্য সরকারি ফি এর বাইরে অতিরিক্ত ফি দিতে হচ্ছে। ডকুমেন্ট এটেস্টেশনের বা সত্যায়নের সরকারি ফি এর চেয়ে সার্ভিস ফি দিতে হচ্ছে দ্বিগুণেরও বেশি। সময়ও লাগছে অনেক।

বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হওয়ার পর থেকে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট ও আবুধাবি দূতাবাস থেকে ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্ট সেবা পেয়ে আসছেন প্রবাসীরা। দুবাই, শারজাহ্, আজমান, উম্মা আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজিরা প্রদেশে থাকা বাংলাদেশিরা দুবাই কনস্যুলেট থেকে সেবা নিয়ে আসছেন।

কিন্তু গত ২০ ডিসেম্বর দুবাইসহ অন্য পাঁচ প্রদেশের প্রবাসীদের পাসপোর্টে সেবা সহজ করতে এমআরপি পাসপোর্টের জন্য আলাদাভাবে ‘আউটসোর্সিং সেবা’ চালু করে দুবাই কনস্যুলেট। এজন্য দুবাইয়ের আল-কারামা উম্ম হুরায়রা-৩ রিম রেসিডেন্সি বিল্ডিংয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু হয়।

মালয়েশিয়ান কোম্পানি ‘ফশওয়া গ্লোবাল’ বাংলাদেশিদের জন্য ‘আউটসোর্সিং’ সেবার বিষয়ে চুক্তিবদ্ধ হয়। তাদের সঙ্গে চুক্তির পর বাংলাদেশ কনস্যুলেটে এমআরপি পাসপোর্ট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। কেবল ই-পাসপোর্ট, এনআইডি ও আউটপাসসহ কিছু সার্ভিস কনস্যুলেট থেকে দেওয়া হচ্ছে। অন্যান্য সার্ভিসের জন্য যেতে হচ্ছে ‘ফশওয়া গ্লোবাল’ আউটসোর্সিং সেন্টারে।

আবার ‘আউটসোর্সিং’ সার্ভিসের জন্য দুবাই কনস্যুলেট থেকে শাটল সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়ে ওঠেনি। ফলে বিভিন্ন প্রদেশের প্রবাসীরা কনস্যুলেটে যে সেবা পাচ্ছেন না, তার জন্য অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছেন ‘আউটসোর্সিং’ সেন্টারে।

‘ফশওয়া গ্লোবাল’ বর্তমানে এমআরপি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ভিসা, প্রবাসী কল্যাণ কার্ড ও ডকুমেন্ট এটেস্টেশন সেবা দিচ্ছে। এসব সেবা নিতে আসা সাধারণ শ্রমিকদের কাছ থেকে তারা সার্ভিস ফি হিসেবে অতিরিক্ত অর্থ নিচ্ছে।

অপরদিকে বাংলাদেশি প্রবাসীরা দুবাই কনস্যুলেট থেকে ১৪ দিরহাম দিয়ে ডকুমেন্ট এটেস্টেশন করাতে পারতেন। কিন্তু ‘ফশওয়া গ্লোবাল’ সরকারি এই ফি বাদেও সার্ভিস ফ্রি হিসেবে অতিরিক্ত ৩০ দিরহাম এবং এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ সার্ভিসের জন্য আরও পাঁচ দিরহাম নিচ্ছে বলে অভিযোগ প্রবাসীদের।

অর্থাৎ সরকারি ফি ১৪ দিরহাম বা ৪৬০ টাকার ডকুমেন্ট এটেস্টেশনের জন্য ৩৫ দিরহাম বা ১ হাজার ১৪০ টাকা বেশি দিতে হচ্ছে। সেইসঙ্গে নথি সত্যায়নের জন্য প্রথম দিন সেগুলো মালয়েশিয়ান ওই কোম্পানিতে জমা দিতে হয়, যা নিতে হয় তিন কর্মদিবস পর।

এমআরপি পাসপোর্ট সেবা নিতে আসা শারজাহের বাসিন্দা সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ কনস্যুলেটে আগে সরকারি ফি দিয়ে সার্ভিস নিয়েছি। আসতে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু এখন অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এবং সার্ভিস সেন্টারে আসতে অনেক সময়ও ব্যয় হচ্ছে।

বাংলাদেশি মালিকানাধীন একটি ‘টাইপিং’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নোমান আহমেদ গণমাধ্যম কর্মীকে বলেন, বাংলাদেশে কনস্যুলেট অফিসে আগে ১৪ দিরহাম দিয়ে সঙ্গে সঙ্গে ডকুমেন্ট এটেস্টেশন করে নিয়েছি। কিন্তু বর্তমানে ডকুমেন্ট এটেস্টেশন করতে সরকারি ফি এর পাশাপাশি অতিরিক্ত ৩৫ দিরহাম গুণতে হচ্ছে।

এ ছাড়া দুই থেকে তিন দিন পর আবার এসে ডকুমেন্ট নিতে হচ্ছে। দুই দিন আসা-যাওয়ায় গাড়ি ভাড়া বাবদও অতিরিক্ত অর্থ আর সময় ব্যয় হচ্ছে।

শাহ আলম নামে এক প্রবাসী বলেন,আগে কনস্যুলেটে সেবা নিতে এসে অনেক টাকা গাড়ি ভাড়া গুণতে হয়েছে। যে সার্ভিস কনস্যুলেটে নেই, সেটার জন্য আবার এখন আউটসোর্সিং সার্ভিস সেন্টারে যেতে আলাদা করে গাড়ি ভাড়া গুণতে হচ্ছে, সময়ও লাগছে।

প্রবাসীদের সার্ভিস দিতে যদি সমস্যা হয়, প্রয়োজনে কনস্যুলেটের পাশে বড় একটা জায়গায় বাংলাদেশি টাইপিং সেন্টার চালু করা হলে প্রবাসীরা সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এতে করে সাধারণ প্রবাসীদের টাকা ও সময় কম লাগত।

দীর্ঘদিন প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাচ্ছন্দ্য, নির্বিঘ্নে এবং আরামদায়ক ভাবে সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ (আউটসোর্সিং সার্ভিস) নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য সার্ভিস ফি এর বিষয়টি আবার পর্যালোচনা করব করা হবে।

অপরদিকে আবুধাবিতে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, আরব আমিরাতে প্রায় ৮০% প্রবাসী বাংলাদেশিরা সাধারণ শ্রমিক হিসেবে আছেন। আউটসোর্সিং সার্ভিসের মাধ্যমে সাধারণ প্রবাসীদের অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই।আমাদের যথেষ্ট লোকবল আছে, আর এসব সার্ভিস কনসুল্যেটেই দেওয়া সম্ভব। আর যদি আউটসোর্সিং সার্ভিস দিয়ে সেবা দিতে হয়, তাহলে আমাদের এত লোকবল রাখার কোনো দরকার নেই। আমরা দূতাবাসে প্রবাসীদের সকল সার্ভিস প্রদান করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com