1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ৯০ দিনের আল্টিমেট।

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার।

পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় প্রশাসন কর্তৃক দুর্নীতির কারন উল্লেখ করে ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২৮-আগস্ট-২৪ ইং) তারিখ বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিম্নোক্ত ১৩ দফা দাবি তুলে ধরে অনতিবিলম্বে বাস্তবায়নের লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ইয়াসির আরাফাত (এসএসসি-২১).
দাবিগুলো হলো, (১).সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন প্রিন্সিপ্যাল ও ভাইস প্রিন্সিপ্যাল নিয়োগ করতে হবে, (২). এসএসসি পরীক্ষার্থীদের হল পরিবর্তন করতে হবে,(৩). স্কুল শিক্ষক পরিচালনা পর্ষদ কমিটি প্রণয়ন, (৪). প্রত্যেক মাসে অন্তত একবার জেলা প্রশাসন কর্তৃক স্কুল পরিদর্শন ও তিন মাস ব্যবধানে একবার প্রশাসন কর্তৃক সকল বিষয় মনিটরিং এর ব্যবস্থা করতে হবে,( ৫). বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিদিষ্ট খেলার মাঠের ব্যবস্থা করা,(৬). ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সব সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকবে এবং কোন শিক্ষক এবং কর্তৃপক্ষ কোন ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, (৭). প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা, কমনরুম, খেলাধুলা সরঞ্জাম, লাইব্রেরি, বার্ষিক ম্যাগাজিন ও মাসিক দেয়ালিকা প্রকাশসহ উল্লেখিত বিষয়সমূহ বাস্তবায়ন, (৮). কোন শিক্ষক যদি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর উপর অনৈতিকভাবে চাপ প্রয়োগ করে অথবা শারীরিক বা মানসিকভাবে হয়রানি করে তবে তাদেরকে উপযুক্ত তথ্য ও প্রমানের ভিত্তিতে সুষ্ঠ তদন্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে,(৯). জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক প্রশাসনের ব্যাবস্থা করতে হবে, (১০). অভিভাবকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন ওয়েটিং রুমের ব্যাবস্থা করতে হবে, কোন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সাথে বৈষম্যমূলক আচরন করতে পারবে না,যেকোন অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে ও কারো সাথে কোন অসদাচরণ করা যাবে না, (১১). স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ফলাফল ভালো করার জন্য নতুন পরিকল্পনা প্রনয়ণ ও পরবর্তী এসএসসি ও এইচএসসি পরীক্ষাতেই এর প্রতিফলন দেখাতে হবে, যদি ব্যর্থ হয়, তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমুচিত জবাব দিতে হবে, (১২). বেতন প্রদান, রেজাল্ট প্রকাশ ও প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনলাইনে বাস্তবায়ন করতে হবে, (১৩). যে সকল শিক্ষক রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ও অনৈতিক পন্থা অবলম্বন করে শিক্ষক হিসাবে যোগদান করেছেন তাদেরকে অনতিবিলম্বে চাকুরী থেকে অব্যাহতি দিতে হবে।

পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মোঃ সিদ্দিকুর রহমান (SSC-21),মোঃ সাজিদুল ইসলাম (S.S.C-23),বাঁধন মজুমদার (S.S.C-24), আনজুম আশিক (এসএসসি-২১), মো: শাফিন আহম্মেদ (এসএসসি-১৯) গোলাম রব্বানী জনি (S.S.C-23), ফাইয়াজ আহমেদ (এস এস সি-২১), আবিদ হাসান (দশম শ্রেণী), সাহারা ইসলাম (দশম শ্রেণী), অংকিতা দাস (১০ম শ্রেণি), আ.ন.ম নাজমুস সাকিব (১০ম শ্রেণি), মোঃ. মাহির (দ্বাদশ), মোঃ মেহেদী হাসান দ্বৈাদশ) এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সুখী- আকতার, আরিফা আখ, নাজনী, সাবরিনা প্রমুখ।

সর্ব শেষে তারা বলেন আমাদের দাবীসমূহ সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দাবী পূরন না হলে অভিভাবক এবং শিক্ষার্থী কর্তৃক সম্মিলিতভাবে ক্লাস বজর্নসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম, দাবী আদায় না হওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com