নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে পূর্ব শত্রুতার জের ধরে মোবারক হোসেন বাপ্পি (২৭) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনার দিন গত,১৯/০৮/২০২৪,ইংরেজি তারিখ হইতে কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিক পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন বাপ্পি ওই এলাকার মৃত্যু মুক্তার আহমদের ছেলে।
নিহতের (মা) খতিজা বেগম জানান,১৬/০৮/২০২৪,ইংরেজি তারিখে খোকন নামের এক ব্যক্তি আমার ছেলেকে মোবাইল ফোনে কাজের কথা বলে ডেকে নিয়ে যাই,পরে জানতে পারি পূর্ব শত্রুতার জের ধরে পশ্চিম লার পাড়ার এলাকার নুরুল কবির লেডু ও তার পুত্র পেশাদার সন্ত্রাসী মোঃ খোকন,মোঃ একরাম,পিতাঃ জালাল মোঃ জসিমসহ ৮ থেকে ১০ জন মিলে পথরোধ করে মোবারক উল্লাহ প্রকাশ আরিফ বাপ্পিকে তিন দিন ধরে মর্মান্তিক নির্যাতন চালায়।
তবে ধারালো দা ও অস্ত্র দিয়ে একাধিকবার কোপায়। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করেন। এতে মারাত্মক আহত হন মোবারক উল্লাহ প্রকাশ আরিফ বাপ্পি।পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়,পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় বাপ্পি মারা যান।
স্থানীয়রা জানায়,নুরুল কবির লেডু একজন কুখ্যাত সন্ত্রাসী এবং তার ছেলেসহ আরো কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী তাদের আতঙ্কে থাকেন এলাকাবাসী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরো হত্যাকাণ্ডে ঘটতে পারে ওই এলাকায়।
তবে নুরুল কবির লেডু ও সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিহতের পরিবার বর্তমান রামু চা বাগান পাহাড়িয়া পাড়ায় অবস্থান করে।
কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান জানান,মোবারক উল্লাহ বাপ্পি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলেও তিনি জানান।”