নির্বাহী সম্পাদক,
ইব্রাহিম আশরাফ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা, মরিয়ম নগর ও চন্দ্রঘোনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩০ আগষ্ট সকাল নয়টা মাস্টার হোসাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম এর সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসাইন এর দারসুল কুরআন পেশের মাধ্যমে মরিয়ম নগর চৌমুহনী জিনালী কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফজলুল করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাওলানা হাসান মুরাদ আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলা। শুভেচ্ছা বক্তব্যদেন মাওলানা জাকারিয়া সিরাজ, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালির দায়িত্বশীল ইব্রাহিম আশরাফ।
এই সময় উপস্থিত বক্তারা বলেন- আল্লাহ তায়ালা রহমাতে এই বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনে ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের থেকে আমাদের মুক্তি করে দিয়েছে আল্লাহ তায়ালা। এই ফ্যাসিবাদী সরকারের থেকে জুলুমের শিকার ছিল ইসলামী আনন্দোলনের কর্মীরা তাই সংগঠনের কর্মীদের ত্যাগ, নৈতিক চরিত্র মধ্যে দিয়ে সামাজিক কাজে ঐক্যেবদ্ধের মাধ্যমে আগামীদিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে থাকবেনা অন্যায়-অবিচার, জুলুম নির্যাতন,শোষনমুক্ত বাংলাদেশ।
অনুষ্ঠানে শেষে বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনে শহীদ ও আহত পরিবারের জন্য দোয়া মোনাজাত দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।