1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই

জিইসি থেকে ওয়াসামুখী নির্মাণাধীন অপরিকল্পিত র ্যাম্প বন্ধের দাবিতে মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ–

চট্টগ্রাম প্রতিনিধি শওকত হোসেন মুন্না
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
শওকত হোসেন মুন্না

চট্টগ্রামের জিইসি থেকে ওয়াসামুখী নির্মাণাধীন অপরিকল্পিত র ্যাম্প নির্মাণ কাজ বন্ধের দাবিতে জিইসি মোড়স্থ এলাকায় গতকাল ৩১ শে আগস্ট সকাল ১১ টায় মানববন্ধন করেন ‘সচেতন নাগরিক সমাজ’।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষে উল্লেখ্য করে বলেন, অপরিকল্পিত ভাবে নির্মাণাধীন র ্যাম্পের সম্ভাব্য অসুবিধা সমূহ :—

*জিইসি থেকে ওয়াসামুখী র‍্যাম্প টি সম্পন্ন অপরিকল্পিত ও জনস্বার্থ বিরোধী। মূল সড়কের জায়গা নষ্ট করে নির্মিত র‍্যাম্পটি দলীয় স্বার্থ ও আর্থিক দুর্নীতি মাধ্যম গৃহীত একটি প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ও, আর নিজাম রোড হয়ে জিইসি মোড় থেকে দামপাড়া ওয়াসার মোড় পর্যন্ত সড়কের উপর তীব্র যানজট সৃষ্টি করবে ও অত্র এলাকার সৌন্দর্য বিনষ্ট করবে।

*জিইসি থেকে দামপাড়া ওয়াসা হয়ে ওয়াসা পর্যন্ত অত্যন্ত জনঃ গুরুত্বপূর্ণ সড়কের বাম লেন নষ্ট করে র‍্যাম্পটি নির্মিত হলে জিইসি মোড় থেকে দামপাড়া হইয়ে ওয়াসাট মোড় পর্যন্ত মূল সড়কের উপর অসহনীয় যানজট আরো বৃদ্ধি পেয়ে তীব্র আকার ধারণ করবে।

*গোলপাহাড়, চকবাজার, মেহেদীবাগ, চট্টশ্বরীর দিক থেকে ফ্লাইভার বা এক্সপেক্সওয়ে গামী সমস্ত গাড়ীকে বাধ্যতামূলকভাবে ও,আর নিজাম রোড় হয়ে জিইসির মোড় ঘুরে ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। তখন ও আর নিজাম রোড এবং জিইসির মোড়ের উপর গাড়ির ছাপ ও যানজট বৃদ্ধি পাবে।

*আলমাস, লালখান বাজার,ওয়াসা ও খুলশী দিক থেকে এক্সপ্রেস ওয়েগ আমি গাড়ি দিয়েছি মোড়ের তীব্র যানজট খেলে বা এক্সপ্রেস এক্সপেক্সওয়ে এতে জিসির মোড়ের উপর এরশাদ বৃদ্ধি পাবে।

*রাতে বেলা চট্টগ্রাম থেকে ঢাকা গামী সকল এসি ও নন এসি বাস সমূহ নির্মাণাধীন র ্যাম্পের জায়গায় পার্কিং করে, বিকল্প কোন পার্কিং ব্যবস্থা না থাকায় রাতের বেলা এই সড়কের উপর বিশৃঙ্খলা ও তীব্র যানজট সৃষ্টি হবে।

*অপরিকল্পিত র‍্যাম্পটি নির্মিত হলে ও আর নিজাম রোডে হয়ে জিইসি থেকে দামপাড়া পর্যন্ত অবস্থিত বিভিন্ন হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হবে।

*নির্মাণাধীন র‍্যাম্পটি বাওয়া স্কুল ও কলেজের সামনে নির্মিত হলে বাওয়া স্কুলের সামনে র ্যাম্পের পিলার গুলোর কারনে সড়কের অনেক জায়গা নষ্ট হবে ও বাওয়া ও কলেজের সামনে যানজটের মাত্রা বৃদ্ধি পাবে।যার ফলে বাওয়া স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া ও যাতায়াত বিঘ্ন সৃষ্টি হবে।

*অপরিকল্পিতভাবে নির্মীয়মাণ র‌্যাম্পের একটি পিলার ওয়াসার মোড় থেকে আলমাসগামী বাম লেনের উপর নির্মাণাধীন। এতে ওয়াসা মোড় থেকে আলমাসগামী বাম লেন ব্যবহারকারী গাড়ি সমূহ বাধাগ্রস্ত হবে ও তীব্র যানজট সৃষ্টি হবে যার প্রভাব বাওয়া স্কুল ও কলেজের সামনের গেইট থেকে দামপাড়া পর্যন্ত বিস্তৃত হবে।

তাই এই জন জনবিরোধী অপরিকল্পিত র ্যাম্প সহ নির্মাণাধীন অন্যান্য সকল অপরিকল্পিত সকল প্রকল্প সমূহ বন্ধ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করার আহ্বান জানান “সচেতন নাগরিক সমাজ”।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগ্রত চট্টগ্রামের আহবায়ক ওমর ফারুক, সচেতন নাগরিক সমাজের সদস্য সালাউদ্দিন রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, সিডিএ এভিনিউ এর ব্যবসায়ী ফোরামের ওয়াহিদ সাদেক,বাওয়া স্কুল এন্ড কলেজের অভিভাবক নেচার উদ্দিন সহ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com