1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ১২ মে ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন চট্টগ্রামে বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত  থানচিতে বালু উত্তোলনের উপকরণ ধ্বংস কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক বায়েজিদে সাংবাদিকে হত্যার হুমকি ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা , আওয়ামী লীগ নেতা ইব্রাহিম গ্রেপ্তার  চট্টগ্রামের ফলোগ্রাউন্ডে তারুণ্যের সমাবেশে জাতীয় ঐক্যের ডাক দিলেন- ফখরুল  সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ডেকে আনা সেই নারীকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত  মিথ্যা মামলায় সাংবাদিক কারাগারে মুক্তির দাবিতে মানববন্ধন কালীগঞ্জে ( পোটানে) গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক ১০মে পলোগ্রাউন্ড মাঠে যুবদলের সমাবেশকে সফল করতে দোহাজারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে,সিএমপি কমিশনারের সেবাপ্রত্যাশী-৮৪

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

পূর্বঘোষিত সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী। সেবাপ্রার্থীগণ অনেকেই সমাধান পেয়েছেন যারা সমাধান পাননি তারা প্রস্তাব উপস্থাপন করেন। যথাযথ দ্রুত পদক্ষেপে উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৩টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত দীর্ঘ সময়ে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া পাবলিক অফিসার) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৮৪ জন সেবাপ্রত্যাশীর মধ্যে ৩২ জন বিভিন্ন সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবাপ্রার্থীগণ সিএমপি কমিশনার নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন মান্যবর সিএমপি কমিশনার হাসিব আজিজ। সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন তিনি।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) রইছ উদ্দিন’সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন যা প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com