1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

জুলাই বিপ্লবে হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ শিশু, আদালতে মামলা!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই বিপ্লবে হাসপাতালে নেওয়ার পথে স্বৈরাচার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয় সোলাইমান হক নামের এক বছরের একটি শিশু। এ সময় সন্ত্রাসীরা অসুস্থ ঐ শিশুটিকে হাসপাতালে যেতে না দিয়ে উল্টো মারা গেছে ভেবে রাস্তার উপর ফেলে রেখে যায়। এ নিদারুণ ঘটনায় চট্টগ্রামের সাবেক ৭ কাউন্সিলরসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে আসামী করে মোট ২১১ এর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

গত ১৭ই সেপ্টেম্বর চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ জসিম নামক এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. জুনাইদ উল্লাহ। এতে চট্টগ্রামের সাবেক প্রভাবশালী নারী কাউন্সিলর শাহীন আক্তার রোজীসহ আরও ৬ চসিক কাউন্সিলরকে আসামী করা হয়। মামলায় মোট আসামী ২১১ জন।

মামলায় অন্যান্য আসামীরা হলেন চসিকের সাবেক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৭, ১৮ ও ১৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সাবেক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, সাবেক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, সাবেক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম, সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক ও সাবেক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম উল্লাহ বাচ্চুসহ মোট ২১১জন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৬শে জুলাই চট্টগ্রামের চান্দগাওয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোলাইমান নামক এক বছরের একটি শিশুকে হাসপাতাল নিতে রওয়ানা দেন মামলার বাদী জসিম উদ্দিন। সে সময় শিশুটির বাবা রিয়াজুদ্দিন বাজারে কাজে আটকা পড়লে শিশুটিকে নিয়ে রওয়ানা দেন তিনি। কিন্তু পথিমধ্যে আন্দোলন চলাকালীন চান্দগাওয়ের কালামিয়া স্কুলের সামনে ছাত্র জনতার উপর হামলাকালে শিশুটি গুলিবিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা উল্টো তাকে হাসপাতালে যেতে না দিয়ে রাস্তায় রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ফার্মেসীতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি অবনতি হলে চমেক হাসপাতালে জরুরি ওয়ার্ডে ভর্তি করান।

মামলার বাদী বলেন, এ মামলা না করতে আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা। তখন আমার মনে হয়েছিল আমি মনে হয় সোলাইমানকে আর বাচাতে পারবো না। আমি তার বাবার কাছে কি জবাব দিতাম। আমি আজও ভুলতে পারিনি সেই ভয়াবহ সময়ের কথা। আমি চাই আসামীদের সর্ব্বোচ্চ শাস্তি হোক।

বাদীর আইনজীবী জুনাইদ উল্লাহ জানান, এ মামলায় শুধু একটি মাছুম বাচ্চার উপর ঘটে যাওয়া ঘটনাকেই না, ছাত্র জনতার উপর হামলার ঘটনাও তুলে ধরা হয়েছে। এ সময় তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com