অবুঝ কান্না আমার অন্তরে অন্তরে দিবানিশি ঝরে কেমন করে সুধাই জগত বাসি আমাকেই উপহাস করে আমি যাকে প্রথম দর্শনেই আমার দিয়েছিলাম হৃদয় সে আমাকে পুরো ভাল নাই বাসতেই নিয়েছে চির বিদায় আমার প্রতি মুহূর্ত তারই আরাধনাই দিন যায় বিধাতার কাছে দাবি সে যেন স্বর্গে চিরকাল সুখে রয় সুখের সন্ধান কোন দিন পাই নাই তো জীবনে আমি সৃষ্টি কর্তা জানিয়াও কেন এ খেলা খেলছ তুমি তুমি তো অন্তর্যামী সব কিছু বিষয়ে জান কেন আমার বুকে বার বার নির্মম আঘাত হান প্রিয়া যে আমার জীবনে কবে আবার আসবে ফিরিয়া সেই আসায় দীপালি আমি দিবানিশি রেখেছি জ্বালিয়া প্রাণের চেয়ে প্রিয়া তুমি বুঝাবো কি দিয়া নিঃশ্বাসে বিশ্বাসে আছতুমি এটাই বলে মন প্রাণহিয়া ইহলোক ত্যাগ করিয়া পিয়া গেছে স্বর্গের পরপার আমার মৃত্যুর পর অবুঝ কান্না ভেসে যাবে বারবার
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।