রিপোর্ট-তাহমিদ খান
গত ৩/১১/২৪ইং সকাল ১০টার সময় মিরসরাই উপজেলার করেরহাট রেঞ্জাধীন কয়লা বন বিটের কয়লা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১১৯.৯১ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়েছে। গত ৩/১১/২৪ইং সকাল ১০ টার সময় বনজদ্রব্যের স্বপক্ষে বৈধ কোন চিহ্ন বা মালিকানা না পাওয়ায় কাঠগুলো জব্দ করা হয়। জব্দকৃত কাঠ কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে