1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

প্রভাবশালী ভূমিদস্যদের অত্যাচার ভিটা বাড়ি ছাড়া স্থানীয় বাসিন্দার 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ডেস্ক  রিপোর্ট

কক্সবাজার পৌর এলাকার মধ্য বাহারছড়ার বাসিন্দা ও ঝিলংজার ১নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা রবিউল হোসেন প্রকাশ রবিউল হাসানের অভিযোগ, গিয়াস উদ্দিন গং ও তোফায়েল আহমেদের মূল্যবান জমি দখলের চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনি প্রতিকার পেতে ভোক্তা রবিউল হাসান ১৫/২৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনী কক্সবাজার ক্যাম্প ও

পরে ২৬ সেপ্টেম্বর তিনি ২৪ তারিখ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী রবিউল হাসান ন্যায়বিচার পেতে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনী কক্সবাজার ক্যাম্পে আবেদন করেন।

যথাযথ সম্মানের সাথে, আমি নিম্নস্বাক্ষরকারীকে এতদ্বারা অভিযোগ জানাচ্ছি যে আমি দেশের একজন শান্তিপ্রিয় এবং আইন মান্যকারী ব্যক্তি হিসেবে প্রথম পক্ষের বাদী। কক্সবাজার হোটেল

মোটেল জোনের একটি অসহায় পরিবারকে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য, বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছিল এবং ১৭,০৬.২০০৮ তারিখের একটি জাল দলিল তৈরি করে হাইকোর্টের আদেশের অংশ হিসাবে ০ একর ৭ শতক জমি নিবন্ধিত করার চেষ্টা করা হয়েছিল।

জাল দলিল আসছে অনেক দিন হয়ে গেছে। এই ভূমি দস্যুতা- যথাযথ সম্মানের সাথে আমি এতদ্বারা নিম্নস্বাক্ষরকারী আপনার কাছে অভিযোগ করছি। আমি প্রথম পক্ষের বাদী শান্তিপ্রিয় এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকায় একটি অসহায় পরিবারকে নানা কৌশলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং ১৭,০৬.২০০৮ তারিখে জাল দলিল তৈরি করে হাইকোর্টের আদেশকে পক্ষ বানিয়ে জাল দলিল তৈরি করে।

০একর ৭ম শতক জমি রেজিস্ট্রি করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তিকে নিজের অনুকূলে রেজিস্ট্রি করা হয়। দেওয়ার চেষ্টা চলছে বহুদিন ধরেই। এই ভূমি দস্যু চক্র- আসামি- ০১) গিয়াস উদ্দিন গং বয়স-৫৫, পিতা- মৃত আছিউর রহমান সাং- মধ্য বাহারচড়া, ওয়ার্ড নং- ১০, জাতীয় পরিচয় নং- 2222411459661, মোবাইল নং- 01828705673, আসামি আহমেদ- এ. -50, পিতা- আবু তাহের ভূঁইয়া, সাং- মেইন রোড, ঝাউতলা ওয়ার্ড নং- 11, জাতীয় যোগাযোগ নং-19742226611070480, মোবাইল নং- 01711229662। এই নৃশংস প্রতারণা চক্রটি আমার আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে পরিচিত সন্ত্রাসী নিয়োগ করে।

নিচে বিস্তারিত হিসাবে আমার পৈতৃক সম্পত্তি হিসাবে. আমার দোকানের বাড়ি 28705673 27/10/2022 তারিখে হাইকোর্টের এই আদেশ অমান্য করেছে। দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বশীভূত, ভাংচুর করে পুরো জমি দখলের চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে গিয়াস উদ্দিন ১৭/০৬/২০০৮ থেকে বিভিন্ন জাল দলিল তৈরি করে হাইকোর্টের আদেশ পেয়ে জাল দলিল রেজিস্ট্রি করে পুরো জমি নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করে আসছে।

উক্ত জমিতে নির্মাণ কাজ করলে উল্লেখিত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে।

পৈতৃক মোবাইল নং- সম্পত্তি বঞ্চিত করার জন্য নানা কৌশল ও নানা প্রতারণার আশ্রয় নিয়েছে। ঝিলংজা মৌজার তফসিল নং ১ এর অধীনে খতিয়ানের 17/9124 দাগের বন্দোবস্ত নং 1224/292 এর 1945/46 সালের সেটেলমেন্ট মামলা নং 212 এর তফসিল নং 212 এবং MRR নং 17/1 dag এর 1.50 একর খতিয়ানের M, R, R 813. বি,এস খতিয়ান নং-৬। B. S Dag No-20129/20132/20138 জমির পরিমাপ 1.50 একর যার অভ্যন্তরীণ আপত্তি 0.0192 পয়েন্ট।

 

৩ একর ০৭ শতক জমির মালিক ছিলেন মধ্য বাহারছড়া কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড, অছিউর রহমান ও অন্যান্য মালিকগণ ১৩/০৫/১৯৫৮ নং ১৬৬৫ রেজি. কথিত অছিউর রহমান মারা গেলে উত্তরাধিকারী আবুল কাশেম মারা যান এবং ৬ ছেলে ও ১ মেয়ে লাভ করেন। 30 বছর আগে স্বাস্থ্য আবাসন প্রকল্পের নামে 1963-64 সালে পাকিস্তান সরকার নামমাত্র 25,000 একর কৃষি জমি অধিগ্রহণ করেছিল।

 

 

যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 17/08/93 তারিখে দখলকৃত কিন্তু এখনও অব্যবহৃত চাষাবাদ সংযোজন + জমির মূল মালিকদের কাছে জমি ফেরত দেওয়ার পক্ষে আবেদন করে, তাহলে 20-05- 97টি বিষয়টি তদন্ত/পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দেশ গ্রহণের জন্য অনুরোধ করা হয়. পুরাতন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় পত্র নং 30.3.0.0.1.97 (পর্ব-4) 770 ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ প্রজাতন্ত্র সরকার, সার্ক নং জমি/শা 10/সাধা-042003-100 (6)। গত 16/02/2003 তারিখে বিভিন্ন। প্রকল্প কর্মসূচির জন্য অব্যবহৃত জমি মূল মালিকদের ফেরত দেওয়া

 

প্রদত্ত এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমি অধিগ্রহণের ক্ষেত্রে। মন্ত্রী পরিষদ

 

ত্রয়োদশ বিভাগ সার্ক নং- MOB/NIKAR/1(6)/2002/15, Tari

 

46/2/2003 ইঞ্জি. 1948 এবং 1982 এর অধীনে এ

 

দখলকৃত জমির বিশদ বিবরণ আলাদাভাবে জেলা প্রশাসকদের কাছে পাঠাতে হবে

 

প্রধান থেকে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হচ্ছে। বিভাগীয় কমিশনার মো

 

স্মারক নং বিআইসি (ছট্টা)/আর-৩/৫১/০২-৯৯৭(১১), তারিখ ০৪/০৩/০৩

 

সালিশী জমি সংক্রান্ত দেওয়ানী রিভিশন মামলা মাননীয় হাইকোর্টে বিচারাধীন

 

1618/2018, অন্যান্য স্যুট নং 147/2011 থেকে উদ্ভূত। অতীত

 

আদেশ নং 62 তারিখ 15/04/2018″ স্থিতাবস্থা

 

তারিখ থেকে (ছয়) মাসের জন্য মামলা সম্পত্তির দখল এবং অবস্থান” এর আগে মাননীয় হাইকোর্ট সিভিল রুল নং 597 (এফএম) 1019 31/07/2019 ইঞ্জিঃ তারী 87

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com