আবুুল কালাম চট্টগ্রাম
বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে কলসি দিঘি এলাকায় তানভীর স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরির খবরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ঘটনায় স্টুডিওর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে হালিশহর কলশী দীঘির পাড়ে তানভীর ডিজিটাল স্টুডিওকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু।
তিনি জানান, তানভির স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালাই।এ সময় তাকে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।