সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘ইসকন’ নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও কুমিরা ছাত্র সমাজ। রবিবার (১ ডিসেম্বর ) বিকাল ৩ টায় উপজেলার কুমিরা ইউনিয়নস্হ রোজ গাডেন একাডেমির সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। শতশত সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজ জানান, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে। কুমিরা ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ভাই-বোনদেরও দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান করছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ সময় রোজ গাডেন একাডেমি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো:ইয়ামিন, মো:আলিফ (প্রাক্তন), মো:ফাহাদ(প্রাক্তন),মো:শহিদুল(প্রাক্তন),মো:জমির(প্রাক্তন) কুমিরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো:নাজিম উদ্দিন, জাহেদ হাসান,নুর নবী,সাব্বির, মোবাচ্ছির, শহিদুল ইসলাম মিনারসহ প্রমূখ।