1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিন দফা দাবিতে রংপুরে বিএফএ’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব  রাঙ্গুনিয়া ফেরিঘাট এলাকা হতে ৬জন আটক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

পরিকল্পনা হাতে নিচ্ছে সীতাকুণ্ডের কথাকলি স্কুলের ঐতিহ্য ফেরাতে একগুচ্ছ সামাজিক সংগঠন  

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড কথাকলি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সামাজিক সংগঠন নিউ পান্জেরীকে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে গত ২৪ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভা শেষে এ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

এতে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ,

শিক্ষকদের মানোন্নয়ন, নিয়মিত খেলাধুলা-পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন, টেকনিক্যাল ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতেকলমে শিক্ষাদান,

বিদ্যালয়ের অভ্যন্তর ও বাহিরের সার্বিক পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ কিছু করণীয় নির্ধারণ করা হয়।

 

সভায় সার্বিক ব্যয় নির্বাহের জন্য একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে আবুল কাসেম ওয়াহিদী ও নাসির উদ্দিন ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

 

এছাড়া সভায় ব্যক্তিগত অপারগতার কারণে লিখিতভাবে অব্যাহতির আবেদন করেন প্রধান শিক্ষক রূপণ চন্দ্র।

তবে পরিচালনা পর্ষদ নতুন একজন প্রধান শিক্ষক নিয়োগ হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

নতুন প্রধান শিক্ষক নিয়োগ পরবর্তীতে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানানো সিদ্ধান্ত গৃহীত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু বলেন,‘নানা কারণে গত ১৭ বছর আমি বিদ্যালয় থেকে দূরে ছিলাম।

তবে ইফতেখারসহ কয়েকজন উদ্যোমী তরুণের অনুরোধে আবারো বিদ্যালয়ের দায়িত্ব হাতে নিয়েছি। এছাড়া বিদ্যালয় নিয়ে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিভয়েস২৪ডটকম’এ একটি নিউজ দেখে খুব হতাশ হয়।

এক সময়ের রমরমা কথাকলি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে যা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।

বিদ্যালয়ের পূর্বের রমরমা অবস্থা ফিরিয়ে আনতে আমি সাবেক ছাত্রছাত্রীসহ সমাজসেবক ও বিশিষ্টজনদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’

 

বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত দুই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী নজির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী,

সমাজসেবক ও শিক্ষানুরাগী একেএম মছিউদ্দৌলা, সমাজসেবক দিদারুল আলম, প্রফেসর নুরুল গণি,

এভারগ্রীন কিন্ডার গার্টেনের পরিচালক মো. ইমাম উদ্দিন, নিউ পান্জেরীর সভাপতি মো. ইফতেখার উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. নাসির উদ্দিন,

মাহমুদুল করিম, মো. আলী, সোহেল রানা ও আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com