1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই

পটুয়াখালীতে চাঞ্চল্যকর অপহরন ভিকটিম উদ্ধার আটক ২.

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

পটুয়াখালী সদর থানার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিসিক এলাকা থেকে চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিম উদ্ধার অপহরনের সাথে জড়িত ২ জন আসামি গ্রেফতার এবং অপহরণের কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামিরা হলো, মাহমুদুল হাসান (২৭), (২). আলী আজিম (৩০), আটককৃত মাহমুদুল হাসান পৌর শহরের ৯ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকার বাসিন্দা মৃত আঃ রাজ্জাক এর ছেলে অপরজন আলী আজিম পৌর শহরের ১ নং ওয়ার্ড টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা মৃত আঃ মালেক এর ছেলে।

 

সোমবার ৯’ডিসেম্বর দুপুরে এক প্রেস ব্রিফিং এ পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ গণমাধ্যমকে জানান, গত রবিবার ৮’ডিসেম্বর দুপুরে ভিকটিম আমিরুল ইসলাম (৪৩) ও কূদ্দূস ঢালী (৫৫) পটুয়াখালী ডিসি অফিসের এলও শাখায় ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের টাকা উওোলন করতে আসেন। এলও শাখার কাজ শেষ করে দুপুর আনুমানিক আরাটার সময় কোর্ট সংলগ্ন আল-আমিন এর ভাতের হোটেলের সামনের রাস্তায় বের হলে ধৃত আসামিরা ভিকটিমদ্বয়কে মুখ চেপে ধরে জোরপূর্বক অটো গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের নিকট ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের ৯ নং ওয়ার্ড ইসলাম সড়কের মাথায় বিসিক মাঠ হতে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে এবং আসামি দুইজনকে আটক করে। আটককৃত আসামিদের সঙ্গে আরও জড়িত রয়েছে কিনা জিজ্ঞেসবাদ চলছে শনাক্ত হলে গ্রেফতার প্রক্রিয়াধীন বলে জানান। অপহরণের কাজে ব্যবহৃত একটি অটো গাড়ি ও ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং বাজাজ ১৫০ সিসির দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

 

এ বিষয়ে ভিকটিম আমিরুল ইসলাম বলেন, এলও শাখার কাজ শেষ করে দুপুরে বের হলে কোর্টের সামনে থেকে হঠাৎ মুখ চেপে ধরে অটো গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয়। পরে মাগরিবের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লীদের ফোন থেকে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এর আগে তার মুক্তিপন হিসেবে অপহরন ্কারীর ২০ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে পরিবারের স্বজনরা পুলিশের সহায়তায় বিসিক মাঠ থেকে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com