1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

দুর্বৃত্তরা হাত থেকে রেহাই পাইনি বিমানবন্দরে অফিস সহকারী ওসমান পরে হত্যা

মোহাম্মদ সোলাইমান  চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ সোলাইমান  চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন লিংক রোড থেকে নিহত ওসমানের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ।

নিহত ওসমান শিকদার দক্ষিণ পশ্চিম মেখল রুহুল্লাহ সিকদার বাড়ির নিবাসী জনাব শাহ আলম ও মোতাহেরা বেগম এর ছোট সন্তান।

তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত ওসমান শিকদারের বড় ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক, ইমরান সিকদার দৈনিক অনলাইন তালাশ জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়াটারে বসবাস করতেন তার ছোট ভাই ওসমান সিকদার।
গতই ১১ই নভেম্বর রোজ বুধবার রাত আনুমানিক তিনটার দিকে ৭-৮ জনের একটি দল তার ভাইকে বাসা থেকে উঠিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে লোকজন বিমানবন্দর সংলগ্ন লিংক রোডে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে খুন করা হয়েছে। তার মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন হয়েছে।
তিনি বলেন আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমার ছোট ভাইয়ের হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত,তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার রইছ উদ্দিন দৈনিক অনলাইন তালাশ বলেন, লোকজন শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোডে একটি লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়, পরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি । নিহত ওসমান সিকদারকে হত্যা করা হয়েছে।
লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, উক্ত ঘটনার পর মামলার প্রস্তুতি চলছে। ঘটনা সঙ্গে যারা জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। দৈনিক অনলাইন তালাশ চোখ রাখুন,,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com