1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

মিরসরাইয়ে স্বপ্নতরী-৭১ আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বপ্নতরী-৭১ এর আয়োজনে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হলো দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজনে সার্বিক সহযোগিতা করে “আল্লাহর দান এন্টারপ্রাইজ”। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ১৬টি দলের মধ্যে এই টুর্নামেন্টটি ছিল প্রতিযোগিতামূলক।

অংশগ্রহণকারী দলসমূহ:
১. টিম আমগাছতল
২. টাইগার স্পোর্টিং ক্লাব
৩. আবু তোরাব ১৯ ব্যাচ
৪. দ্যা রিয়াল নাইন
৫. হুজুর পাড়া
৬. আল্লাহর দান টিম নাইন স্টার
৭. সৈদালী মধ্যম পাড়া
৮. শতাব্দি জুনিয়র টিম
৯. পশ্চিম পোলমোগরা
১০. অদম্য যুব সংঘ
১১. স্বপ্নকুঁড়ি
১২. ফাইটার ম্যান মিরসারাই
১৩. সৈদালী ক্রীড়া সংঘ
১৪. তৈয়ব এন্টারপ্রাইজ
১৫. জালালাবাদ মায়ের দোয়া ক্রিকেট টিম
১৬. নাইন স্টার

খেলার ধাপসমূহ:

প্রথম রাউন্ডের খেলা পূর্ব সৈদালী মাঠে সকাল ৯.৩০টায় শুরু হয় এবং দুপুর ২.০০টার পর থেকে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অবশিষ্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল ড্র, রাতে সেমি ফাইনাল এবং রাত ১০.৪০টায় শুরু হয় চূড়ান্ত ফাইনাল ম্যাচ।

ফাইনালের ফলাফল:
ফাইনালে স্বপ্নকুঁড়ি এবং সৈদালী ক্রীড়া সংঘের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় সৈদালী ক্রীড়া সংঘ ২ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সৈদালী ক্রীড়া সংঘের দেয়া ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বপ্নকুঁড়ি দল ৭৮ রান করতে সক্ষম হয়, ফলে ২ রানের ব্যাবধানে জয়ী হয় সৈদালী ক্রিড়া সংঘ।

উল্লেখযোগ্য পারফরম্যান্স:
– ম্যান অফ দ্যা টুর্নামেন্ট: ফোরকান (সৈদালী ক্রীড়া সংঘ অধিনায়ক), যিনি চার ম্যাচে সর্বোচ্চ ১১২ রান করেন।
– ট্রফি তুলে দেন আম্পায়ার সৈকত এবং বাবু।

পুরস্কার বিতরণী:
– রানার্সআপ ট্রফি এবং প্রাইজমানি স্বপ্নকুঁড়ি দলের হাতে তুলে দেন স্বপ্নতরী-৭১ এর সভাপতি মো. সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক তাপস দে।
– চ্যাম্পিয়নস ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আকবর মির্জা, এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম উদ্দিন।

অন্যান্য অথিতিরা হলেন:
মীরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, ১২নং ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম, ১২নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি, ১২নং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল করিম মিঠু, ১২নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ১২নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব রাকিবুল ইসলাম, ইউনিয়ন জামায়াত, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, ইউনিয়ন জামায়াত, বাজার ইউনিটের সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, স্বপ্নতরী-৭১ এর স্থায়ী পরিষদের সমন্বয়ক ওমর ফারুক সাকিব, নির্বাহী সদস্য মোঃ নূরন নবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোবারক হোসাইন।

খেলা পরিচালনা:
টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্বে ছিলেন আহ্বায়ক আশরাফুল ইসলাম রাকিব, মো. নাইমুর রহমান এবং মো. বেলাল।

সার্বিক তত্ত্বাবধান:
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্নতরী-৭১ এর নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তাপস দে, সদস্য আরিফ হোসেন। পরিচালনায় সহোযোগি হিসেবে ছিলেন স্বপ্নতরী-৭১ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আনওয়ার হোসেন, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরীফ, পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, সদস্য শাকিব, নাফিউল আতিক, আবির, রাশেদুল ইসলাম, কাউসার, ফরহাদ, রিপন, ইমন, সৌরভ, লোকমান, মোঃ শাহীন, খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত, বাবু, তারেক, মোহন সূত্রধর ও অন্যান্য সদস্যবৃন্দ।

ধন্যবাদ ও সমাপ্তি:
এই টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য স্বপ্নতরী-৭১ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এবং ভবিষ্যতে এমন আরো আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com