1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

টেকনাফে ছিঁচকে চোর থেকে মাদক মাফিয়া, হাসানের পরিবার 

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

পাঁচ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুপারি চুরি নিত্যদিনের কাজ । অন্যের কাছ থেকে চেয়ে নিতেন হাত খরচের টাকা। তবে এখন দুহাতে খরচ করেন। হয়েছেন অন্তত ২০ কোটি টাকার মালিক।

ছিঁচকে চোর থেকে হয়ে উঠেছেন প্রভাবশালী মাদকের মাফিয়া। শুধু টেকনাফে কিনেছেন বিপুল পরিমাণ জমি, গরুর খামার, থেকে শুরু করে নামে বেনামে কতো ব্যবসা করে থাকেন হাসানের পুরো পরিবার।

জানা যায়, মাদকের ডিপো হিসেবে পরিচিতি পাওয়া টেকনাফের সদর ইউনিয়নের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছেন চারদিক থেকে। , টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবীব ছড়া এলাকার আব্দু সাত্তারের ৪ ছেলে । মৌলভী মোঃ হাসান, মোঃ হাসিম, মোঃ নুর, মোঃ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, একসময় ছিলেন টোকাই, ছিঁচকে চোর। এখন মাদকের গডফাদার, পুরো পরিবার। ওই পরিবারের সদস্য মৌলভী হাসানকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে পরিবারের অন্য সদস্যরা।

হাসিম হচ্ছে মাদক কারবারের প্রধান,

মৌলভী হাসান একসময় ফার‌ইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। এখন আর করেনা। তার ভাইদের সাইনবোর্ড হিসেবে কাজ করে। মাদক ব্যবসাকে আড়াল করতে দারুল হেদায়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে মৌলভী হাসানকে দিয়ে ওই মাদক মাফিয়া পরিবারটি।

এলাকাবাসীরা জানান, পরিবারটি মাদকের ডিপোতে পরিনত হয়েছে। টেকনাফ থেকে শুরু করে সারা দেশে ইয়াবা সাপ্লাই দিয়ে থাকে তারা। এবিষয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এবিষয়ে অভিযুক্ত পরিবারের প্রধান মৌলভী হাসান বলেন, আমরা মাদক কারবারের সাথে জড়িত নই, আমরা জায়গা জমির ব্যবসা করি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোন টেকনাফের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম বলেন, যাচাই বাছাই করে মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন এই বিষয়ে জানান, মাদকের বিরুদ্ধে আমদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com