1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময় আলীকদমে 

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবান আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হল রুমে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এর আগে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। এছাড়াও সেন্ট মেরিস’স স্কুল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। দুপুর দুইটার সময় তিনি ‘পর্বত’ সংগঠনের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মতবিনিময় সভায় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজ ও প্রেসক্লাবের উন্নয়ন, সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরিকরণ, মাদক ও মানব পাচার রোধ, বাজারের ময়লা অব্যবস্থাপনা নিরসন ও চৌধুরীর অপসারণ এবং পর্যটনখাতের বিকাশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, ম্যা ম্যা নু মার্মা, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক, থানার ওসি মীর্জা জহির উদ্দীন ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।

এছাড়াও স্থানীয়দের মধ্যে বিভিন্ন মতামত ও দাবী তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তপাদার, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অংহ্লাচিং মার্মা হেডম্যান, ছাত্র প্রতিনিধি রিয়াজুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই আলীকদম কলেজ, প্রেসক্লাবের উন্নয়ন ও বাজারের অব্যবস্থাপনা নিরসনের পদক্ষেপ নিবেন বলে আশ^াস দেন। এছাড়াও প্রত্যেক প্রতিষ্ঠান ও সংগঠনের কোনো দাবী দাওয়া থাকলে লিখিতভাবে পরিষদে পেশ করা আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com