1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

বাঁশখালীর প্রধান সড়কে  যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। 

 মোহাম্মদ জামশেদুল ইসলাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোহাম্মদ জামশেদুল ইসলাম চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী-প্রধান সড়কটি প্রতিনিয়ত যানজটের কবলে পড়ছে, যা সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কাঁচা বাজার বসানো, অবৈধ যানবাহনের পার্কিং এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এই সড়কটিতে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে পরীক্ষার্থী ও কর্মজীবীরা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, যা তাদের মানসিক ও শারীরিক কষ্ট বাড়িয়ে দিচ্ছে।

বাঁশখালীর পুকুরিয়া থেকে পুঁইছড়ি-প্রেমবাজার পর্যন্ত প্রধান সড়কের ওপর ১২-১৩টি কাঁচা বাজার বসানো হয়, যা যানজটের অন্যতম প্রধান কারণ। বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পুকুরিয়া বাজার, বাণীগ্রাম বাজার, সাহেবের হাট, গুনাগরী বাজার, রামদাশ মুন্সির হাট, কালীপুর সদর আমিন হাট, বৈলছড়ি বাজার, চেচুরিয়া বাজার, মিয়ার বাজার, জলদী বাজার, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার এবং প্রেমবাজার। এসব বাজারে প্রতিনিয়ত রাস্তার ওপর দোকানপাট বসানোর পাশাপাশি দোকানিদের মালামাল রাখা হয়, যা সড়কের কার্যক্ষমতা আরও কমিয়ে দেয়। এ ছাড়া প্রধান সড়কের দুই পাশে বাস, সিএনজি, রিকশা স্টেশন এবং অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত অবস্থানও যানজট বৃদ্ধির বড় কারণ।

যানজট নিরসনের জন্য বিভিন্ন সময় উপজেলা প্রশাসন কিছু উদ্যোগ নিলেও সেগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং না করায় যানজট পরিস্থিতি দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এতে সাধারণ জনগণ, যাত্রী এবং শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়ছে।

এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে

“সেভ দ্য রোড” বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মো. মিনহাজ জানিয়েছেন, যানজট নিরসনে সেভ দ্য রোড এর পক্ষে থেকে অসংখ্য কাজ করেছে ।

তবে, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর না থাকায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা না রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্ধারিত স্থানে যানবাহনের পার্কিং ব্যবস্থা করা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিংয়ের প্রয়োজন। জনগণের ভোগান্তি দূর করতে এ বিষয়ে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মিনহাজ উদ্দীন আর বলেন

অতিরিক্ত যানজটের মূল কারণ বিশেষ করে গুনাগরী বাজার এবং রামদাশ মুন্সির হাট এলাকাগুলোতে যানজট চরম আকার ধারণ করছে। এসব এলাকায় প্রধান সড়কের ওপর অবৈধ সিএনজি স্টেশন গড়ে উঠেছে, এবং মালবাহী ট্রাকগুলো সবসময় দাঁড়িয়ে থাকে মালামাল উঠানামা করে যা যান চলাচলে বড় বাধা সৃষ্টি করছে। এছাড়া রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম চালানো হচ্ছে, যা পথচারীদের চলাচলে অসুবিধা তৈরি করছে।

তিনি আরও বলেন, ফুটপাত দখল হওয়ার কারণে পথচারীরা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন, ফলে সড়কে চলাচলকারী যানবাহনের গতি ধীর হয়ে যায় এবং যানজট দীর্ঘায়িত হয়। পাশাপাশি সিএনজি ও অন্যান্য যানবাহনের যত্রতত্র দাঁড়ানো এবং সড়কের পাশে পণ্যসামগ্রী রাখা যানবাহনগুলোর গতিবেগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com