1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে মালিকবিহীন ১৫ বার্মিজ গরু আটক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করলো কোস্ট গার্ড পেকুয়া গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা লামা মাতামুহুরী নদী ভাঙ্গনে ৫০০ পরিবারের বসতঘর বিলিন হয়ে গেছে লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আন্দোলনে বন্দীত্বের দিনগুলো:নাহিদ ইসলাম সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ শাখা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  ‎মহেশখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে আছে কাভার্ডভ্যান

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

আজ বৃহস্পতিবার দুপুরে লামা পার্শ্ববর্তী এলাকায় কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে আছে কাভার্ডভ্যান। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায়ছবি: তৃতীয় মাত্রা

কক্সবাজার চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান মাছের ঘেরে পড়ে আছে। ভেতরে আটকা পড়েছেন চালক হরমত আলী (৩৫)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরইতলীর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল ৪টায়র দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাছের ঘেরে পড়ে থাকা কাভার্ড ভ্যানের ভেতর থেকে চালককে উদ্ধারের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা।

চালক হরমত আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর সহকারী দিলহাজ উদ্দিন (২৩)। তাঁর বাড়ি ভোলা
সরেজমিন দেখা যায়, কাভার্ড ভ্যানটি সড়কের পূর্ব পাশে মাছের ঘেরে পড়ে আছে। গাড়ির অর্ধেক অংশ পানিতে ডুবে আছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার (গাড়ি টানার ক্রেন) লাগিয়ে গাড়িটি টেনে তোলার চেষ্টা করছেন। তবে গাড়িটি উল্টে যাওয়ায় ভেতর থেকে চালক হরমত আলীকে বের করতে সমস্যা হচ্ছে বলে জানান উদ্ধারকারী ব্যক্তিরা।

আহত সহকারী দিলহাজ উদ্দিন বলেন, মহাসড়কে হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী চলন্ত একটি গাড়ির চাকা ফেটে যায়। ওই গাড়ি থেকে বাঁচতে চালক হরমত আলী কাভার্ড ভ্যানটি দ্রুত সড়কের বাঁ পাশে নিয়ে যান। তখন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি মাছের ঘেরে পড়ে উল্টে যায়। এতে তাঁরা দুজন ভেতরে চাপা পড়েন। তিনি কোনোমতে বের হতে পারলেও চালক পারেননি।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আরেফিন বলেন, ‘কাভার্ড ভ্যানটির অর্ধেক অংশ এখনো পানির নিচে। চালক হরমত আলী সেখানেই আটকে পড়েছেন। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। ধারণা করছি, চালক মারা গেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com