1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ  সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনীকে গ্রেপ্তার ও শাস্তির দাবী বিক্ষোভ ও মানববন্ধন

নোটিশ ছাড়াই রেলওয়ের ভুমিতে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

জান্নাতুল ফেরদৌস রিয়া 
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রিপোর্ট করেন জান্নাতুল ফেরদৌস রিয়া

চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর পাক্কা রাস্তার মাথা সমন্ধন পাড়া বিএসআরএম কারখানার পেছনে রেললাইন সংলগ্ন রেলওয়ের ভূমিতে বসবাসকারী বেশ কিছু পরিবারকে কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ চেষ্টার অভিযোগ স্থানীয় বসবাসকারীদের। তাদের বক্তব্য অনুযায়ী bsrm কর্তৃপক্ষের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তবে স্থানীয় অসহায় পরিবারদের তোপের মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দল ফেরত আসতে বাধ্য হয়।

এলাকাবাসী বলেন হঠাৎ গতকাল বিকেলে মাইকিং করা হয় রেলওয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে আমাদের সবাইকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। আমরা গরিব অসহায় মানুষ হঠাৎ আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হলে আমাদের মাথা গোছার ঠাঁই কোথায় হবে আমরা কোথায় যাব। আমাদের দাবি আমাদের পূর্ণবাসন করা হোক যেন আমরা পরিবার-পরিজনদের নিয়ে মাথা গোজার স্থান টুকু পায়

 

স্থানীয় আরেক এলাকাবাসী মোঃ সামসু উদ্দিন জানান,উক্ত রেলওয়ের ভুমি দীর্ঘ সময় আগে নুর আলী ও মহরম আলী নামে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছিলেন।

আরেক ব্যক্তি মোসাম্মৎ হ্যাপি জানান রেলওয়ে কর্তৃপক্ষ যদি উচ্ছেদ করতে হয় তাহলে সীতাকুণ্ড থেকে পাহাড়তলী পর্যন্ত সকল রেলের ভূমিতে উচ্ছেদ করা হবে। কিন্তু শুধু বিএসআরএমের পিছনে কারখানা সংলগ্ন আমাদের এই মাথা গোজার থানটুকু কেন রেলওয়ে উচ্ছেদ করবে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে জানতে চাইলে তারা জানান রেলের ভূমি উচ্ছেদের রীতিমত অভিযানের একটি অংশ হিসেবে এখানে অভিযান পরিচালনা করার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু অভিযান পরিচালনা করতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com