রিপোর্ট-তাহমিদ খান
মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পিয়াজ্জার পোল সংলগ্ন এলাকায় (জেটেব)-এর সদস্য সচিব শাহানুর আলী রুবেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ২:০০ থেকে ২:৩০ ঘটিকার মধ্যে, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লাঠিসোটা দিয়ে রুবেলকে মারধর করে এবং পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।