1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাত অব্যাহত, অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধসের শঙ্কা চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮ বিয়ের নামে নারীর সাথে প্রতারণা; আদালতে ধর্ষণ মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ ভুমি দস্যূ হাসনা বেগমে ‘র প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সরকারি কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন

কাগতিয়া দরবার শরীফে পবিত্র লাইলাতুল শবে বরাতের মাহফিল

মো: আবদুল কাদের চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মো: আবদুল কাদের চট্টগ্রাম

রাউজান কাকতিয়া দরবার শরীফে পবিত্র লাইলাতুল শবেবরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে

বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড.জালাল আহমদ।

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত

ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের শিক্ষা হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে

-মাননীয় মোর্শেদে আজম

পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তা’আলা জ্বিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদত করার জন্য। আর যে কোন ইবাদত-বান্দেগিকে কবুলিয়তের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন রূহানী শক্তি। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বতে রয়েছে প্রিয় রাসূলুল্লাহ (দ.) এর বাতেনি নূরের সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মতো এমন এক আধ্যাত্মিক নিয়ামত যার মাধ্যমে ক্বলবে রূহানী শক্তি সৃষ্টি হয়। ফলে ইবাদাত-বান্দেগিতে আসে বিনয়-একাগ্রতা-নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তা’আলার ভয় ও নবীজির অকৃত্রিম মুহাব্বত। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে মানুষের অন্ধকার ক্বলব আলোকিত হয়, উদাসীনতায় নিমজ্জিত ক্বলবে আল্লাহর স্থায়ী জিকির সৃষ্টি হয়। ফলে কোন অবস্থাতেই বান্দা আল্লাহর স্মরণ থেকে আর গাফেল থাকে না। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বত ফরজ ইবাদাত পালনের পাশাপাশি বিবিধ নফল ইবাদতে পরিপূর্ণ। হাদিস শরীফ মতে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, আর নফলের মাধ্যমে এর স্থায়িত্ব লাভ করে। নবীজির মুহাব্বত নিয়ে প্রতিদিন ১১১১ বার নিয়ত সহকারে দরূদে মোস্তফা (দ.) আদায়, তাহাজ্জুদ, জিকির-আজকার ও মোরাকাবার অনুশীলনের পাশাপাশি ফয়েজে কুরআন তথা কুরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা রয়েছে এ তরিক্বতে। শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে “লাইলাতুন নিসফি মিন শাবান” বলা হয় যা এই অঞ্চলে শবে বরাত হিসেবে প্রসিদ্ধ। হাদিস শরীফ মতে এ রাতে আল্লাহ তা’আলা ক্ষমা প্রার্থনাকারী অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, অনুগ্রহ প্রার্থনাকারী বান্দাদের অনুগ্রহ দান করবেন। তাই সকলের উচিৎ এ রাতে একাগ্রচিত্তে বেশি বেশি নফল ইবাদত-বান্দেগি করা, কুরআন তেলাওয়াত করা।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদে জুমা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২ তম পবিত্র শবে বরাত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ সায়েম।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com