1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২৬ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে আ”লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দৈনিক অনলাইন তালাশপর্ব২১. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম আসলাম চৌধুরী সোহেল স্যারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা 

রাজশাহী জেলার বাগমারা’য় সাংবাদিককে হুকমি, থানা’য় অভিযোগ

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে লাঞ্চিত ও হেনস্তার করার অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারম্যানের (মেম্বার) বিরুদ্ধে।

ঐ প্যানেল চেয়ারম্যানের নাম তোফাজ্জল হোসেন। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার এবং সাঁইপাড়া গ্রামের মৃত মুুনির উদ্দিনের ছেলে।

এ ব্যপারে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান। যাহার জিডি নং-১৪৮৮। সাংবাদিক সাহাবুর রহমান ক্রাইম নিউজ-২৪ এর বাগমারা প্রতিনিধি।

এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারী ভুক্তভোগী সাহাবুর রহমান হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব ও সহকর্মীদের পরামর্শ নিয়ে থানা’য় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে টিসিবি পণ্য বিতরনে নানা অনিয়মের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার (সাংবাদিক) উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালাগাল করে প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও ভুক্তভোগী সাংবাদিককে এলাকা ছাড়া করাসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান জানান, আমি প্রায় দুই বছর যাবত সাংবাদিকতার সঙ্গে জড়িত। আমি কখনও ফেক নিউজ, ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সাথে জড়িত থাকিনা। সবসময় সত্যকে সমর্থযোগ্য, যাচাইকৃত সূত্র থেকে প্রাপ্ত হয়ে যেকোনো তথ্য শেয়ার করে থাকি। আমি সবসময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রেখে তথ্য সংগ্রহ করে থাকি। তবে একজন জনপ্রতিনিধির এমন আচরনে হতাশ হয়েছে বাগমারায় কর্মরত সাংবাদিকরা।প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।

এ ব্যাপারে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জানান প্রেসক্লাবটি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।

এমন ঘটনার ব্যপারে বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি।

পরে ঘটনাটি নিয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে একজন জনপ্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীর সাথে এমন আচরন করা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com