1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বিএনপি ক্ষমতায় আসলে জনগণ কি পাবে? সেদিনের ওয়ান ইলেভেন বনাম জাতীয় নাগরিক পার্টি সমাচার

অথই নূরুল আমিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অথই নূরুল আমিন

যারা জুলাই বিব্লব ঘটিয়েছে, যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করেছে। আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে পতন করেছে। তারা কেউ কিন্তু বিএনপির শাসনামল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের অপশাসনের কিছুই তারা দেখেনি। আজকের এই “জাতীয় নাগরিক পার্টি”র জোয়ান ছেলেরা তারা কেউ বিএনপির,সেদিনের বেয়াদবির কথা তেমন জানে না। দোষের দিক বিবেচনা করলে আওয়ামী লীগ, বিএনপি দুই দলই সমান। জনগণ বলছে, আওয়ামী লীগ জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা সেতু করেছে। বিএনপি তা কখনও করত না।

বিএনপির যেসকল নেতারা, আজকে যারা তারেক রহমানকে নিয়ে গর্ব করছেন। এই তারেক রহমানের সেদিনের অপরাধ ছিল অমার্জনীয়। ওয়ান ইলেভেনের সময় তৎকালীন বিএনপির চেয়ারপারসন বা প্রধানমন্ত্রীর চারজন উপদেষ্টাই দুর্নীতি গ্রস্থ ছিলেন। তৎকালীন সকল মন্ত্রী এমপিরা চোর ছিলেন। আজকের দিনে জাতীয় নাগরিক পার্টির নেতারা যদি বিএনপির নেতাদের কে প্রশ্ন করেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা এই জাতির কল‍্যাণে কি কি কাজ করেছিলেন। উত্তর হবে না। বিএনপির নেতাদের মাথা হবে নীচু।
বিশ্ব মিডিয়ায় এই বাংলাদেশকে তিন তিন বার দুর্নীতি গ্রস্থ দেশ হিসেবে প্রমাণ করেছিল এই বিএনপি। পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছিল সীমাহীন। তাছাড়া জেলা উপজেলার নেতারা চাদাবাজী, থানার দালালী, এমনকি গরু চোরের সর্দারেরা পর্যন্ত দলের বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন সেদিন।

বিএনপি আগামীতে ক্ষমতায় এলে এই জাতি তাদের কাছে ভালো কিছু পাবে? এই আশা যেন মরু বুকে পানির সন্ধ্যান করার সামিল। অতিত ভুলে গেলে তো আর চলবে না। তারপরও আজকে যতগুলো দল আছে। আগামী নির্বাচনে যারা অংশ নেবে। তাদের মধ‍্যে এখনো বিএনপি এক নম্বর স্থানে রয়েছে। ভোটের দিক দিয়ে। তার কারন বিএনপি বাংলাদেশে কয়েকবার ক্ষমতায় এসেছে। একটি দল ক্ষমতায় থাকলে সবই খারাপ কাজ করে আসলে তা কিন্তু নয়।
সময়ের তাগিদে পেশাগত ভাবেই কিছু কিছু কাজ করতে হয়। যার ফলে বিএনপির জনপ্রিয়তা আজ পর্যন্ত বতর্মানে সব দলের চেয়ে বেশিই আছে।

তবে বিএনপির জন‍্য সবচেয়ে বড় বাধা হবে জাতীয় নাগরিক পার্টি। তার কারণ জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার হবে। যেমন চরম, তেমন গরম তেমনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ নিয়ে। যা প্রকাশ করার পর বিএনপি যথেষ্ট কোনঠাসা হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি মূলত বিএনপির জন‍্য চরম প্রতিবন্ধকতা। ২০০৭ সালের মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন‍্য মূলত জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে। এই ধরনের কৌশল বুঝার মত নেতা বিএনপি জুড়ে মাত্র আছে দুচারজন।
বাকি সব তো বড় ভাই বড় ভাই করেই দিন পার করে দেয়।
জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন মিলে প্রতিহত করা কিন্তু আর কাল থেকেই সম্ভব ও হবে না, পারবেও না। যদি না তারা অন‍্য কোথাও কোন জোট না বাধে। জাতীয় নাগরিক পার্টির ডোনার হবে। বিশ্ব মোড়লেরা। বিশেষ করে যারা একদিন আওয়ামী লীগ বিএনপির ডোনার ছিলেন।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ বিজ্ঞানী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com