নিজস্ব প্রতিবেদক গাজীপুরঃ
আজ বিকেলে শ্রীপুর উপজেলার বরমী বাজারে
বিক্ষোভ শেষে মানববন্ধনে বক্তারা জানান বিনা ওয়ারেন্ট ও বিনা পোশাকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার সদস্য খোকন শেখ কে অন্যায় ভাবে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করা কি আমাদের অপরাধ, আমরা খোকন শেখের নেতৃত্বে জুলাই,আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করি। এখন একটি চক্র বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে। এ সময় বক্তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন।
শ্রীপুর উপজেলার জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি সদস্যা
মামুন হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার আহবায়ক সদস্য তাজুল ইসলাম,আশিক উজ্জামান আশিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন এর সভাপতি মাহাদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।