1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

সোনালী আঁশ (পাট)সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি সোনালী আঁশ (পাট) মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী আঁশ (পাট) কাটা,জাগ দেওয়া ও পাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে আনন্দের হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,গত বছরের তুলনায় এবার সময় মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল,ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।
বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো পাটের মূ্ল্য তিন হাজার দুই শত টাকা মন ও নিন্ম মানের পাটের মুল্য দুই হাজার পাঁশ শত টাকা দরে বিক্রি হচ্ছে।ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে। পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া গ্রামের পাট চাষি ওহিদুর রহমান ও মধ্যবোয়ালিয়া গ্রামের চয়েন জানান, তিন বিঘা জমিতে পাট চাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না। আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় একহাজার ছয় শত হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও এক হাজার পাঁচ শত পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছি। এ বছর অতিবৃষ্টির কারণে অগ্রিম(আগুর) পাট চাষ করায় বর্ষার পানিতে চাষ কৃত পাটগাছ পানিতে ডুবে নষ্টহয়। পরবর্তীতে পাট চাষ করায় পাট গাছ শক্তি শালি না হওয়ায় উৎপাদন কম হলেও বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজার মূল্য ভালো রয়েছে।#
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর।
মোবাঃ-০১৭৪৯৫৬৭৩১৪
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com