1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বন্যাকবলিতদের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয়-চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেকোনো দুর্যোগে মানুষের দুঃসময়ে ও বন্যাকবলিতদের সবসময়  সবরকমের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকায় সর্বদাই কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে এরই ধারাবাহিকতায়,

অদ্য ২৪ আগস্ট রুটিন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বন্যাকবলিত উপজেলায় চলছে নানা সহায়তা সেবামূলক কার্যক্রম। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় গত ২২ই আগস্ট থেকে অদ্যাবধি বন্যাকবলিতদের সবসময়  সবরকমের সহায়তা সেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকায় সর্বদাই কাজ করে যাচ্ছে। 

কার্যক্রমের মধ্যে রয়েছে, পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু দের প্রেরণ, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনা,শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্থ মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালী উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সচেতনতা মূলক বার্তা প্রচার, বর্তমান কার্যক্রম এবং পরিস্থিতি পরবর্তী পরিকল্পনা প্রণয়ন চলমান রয়েছে।

ইতিমধ্যে গত ২২ই আগস্ট থেকে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয় থেকে কনট্রোল রুমের মাধ্যমে ৮০০ জন মানুষকে জরুরি সারাপ্রদান করা হয়েছে। মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্ট, সেচ্ছাসেবকদের মাধ্যমে প্রায় ১১৫০ জনের অধিক পানিবন্ধী জনসাধারণকে উদ্ধার করে আশ্রয় প্রেরণ করা হয়েছে। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী উপজেলায় ১২৫০ পরিবার শুকনো খবার, সুরক্ষা সামগ্রী, বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং ২৭৪০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সবাইকে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ সকল কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবিলায় সরকারসহ যারা যারা কাজ করছেন, তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে যাতে করে সকলে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পায়।

বন্যা পরর্বতী সহযোগিতা জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এই ধকল কাটিয়ে উঠতে পারে। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কাজ করতে হবে। জনজীবন নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সবরকমের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়ে কন্ট্রোল রুমে খোলা হয়েছে । জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ এবং ০১৮২০-১৩১২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com