ডেস্ক রিপোর্ট
বর্তমান বাজারে গিয়ে পাবলিক দিশাহারা অতিরক্ত তরকারির দাম, মধ্যম পরিবারের দিনমজুরি সারাদিনের রোজগারের টাকা দিয়েও নিয়ে যেতে পারতেছে না মাছ তরকারি। সারাদিন দিনমজুরি কাজ করলে হাতে জোটে ৫০০ থেকে ৭০০ টাকা বাসায় যাওয়ার আগে মোবাইল ফোনে খবর আসে মাছ তরকারি চাউল নিয়ে যাইতে হবে বাসায়। মাছ তরকারি না থাকলেও প্রথম পর্যায়ে লাগে আগে চাউল বর্তমান চাউল কেজি ৬০ থেকে ৬৫ টাকা ডাউল কেজি ১২০ টাকা সয়াবিন তেলের কেজি ২০০ টাকা। আলু কেজি ৭০ টাকা, পটলের কেজি ৭০ টাকা ,বরবটি ছিম কেজি ১০০ টাকা, ফুলকপি কেজি ১০০ টাকা, বাঁধাকপি কেজি ৭০ টাকা, দেশি বেগুন কেজি ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, মুলা কেজি ৫০ টাকা, বাংলা কদু কেজি ৫০ টাকা, শশা কেজি ৬০ , কাঁচা মরিচ কেজি ৭০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৫০ , ভেন্ডি কেজি ৮০ টাকা জালি কদু কেজি ৬০ , পাঙ্গাস মাছ কেজি ২০০টাকা , ভালো মানের তেলাপিয়া মাছ ২৫০ টাকা। যাদের ফ্যামিলিতে চার থেকে পাঁচজন সদস্য আছে সেই ঘরে দৈনিক দুই থেকে তিন কেজি তরকারির প্রয়োজন । মাছের প্রয়োজন হয় দৈনিক এক কেজি চাউল এর প্রয়োজন হয় দৈনিক ২ থেকে ৩ কেজি মোট তেল ডাল পেঁয়াজ থেকে সব মিলিয়ে প্রয়োজন হয় ৮ কেজি সব মিলিয়ে ৭০০ শ থেকে ৮০০ টাকা দৈনিক সংসারের খরচ হয়।