1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

পটুয়াখালীর লোহালিয়া টু বাউফল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ৩.

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের শৌলা ব্রীজ সংলগ্নে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শামীম খান (৩০) নামের ১ জন নিহত ৩ জন আহতের খবর দশমিনার উদ্দেশ্য বনানীর সামনে থেকে রওনা করলে ঘটনাস্থল আসলে মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই নিহত হয় শামীম খান, বাকি ৩ জনকে আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। গেছে। মঙ্গলবার ২৫’জুন বিকেল আনুমানিক ৫ টার সময় লোহালিয়া টু বাউফল ও দশমিনা সড়ক শৌলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম পেশায় একজন ভাড়া মোটরসাইকেল চালক ছিলেন।

দুর্ঘনায় ঘটনায় নিহত, শামীম খাঁন (৩০),দশমিনা থানার দশমিনা সদর ইউনিয়নের উওর আরজবেগী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সালাম খাঁনের ছেলে। এবং আহতরা হলেন, (১).হারুন অর রশিদ মাষ্টার, পিতাঃ আকরাম আলী, সাং-খলিশাখালী ইউনিয়ন দশমিনা থানা।

(২) মাহামুব হাসান (২৬), (বিজিএসএ) এনজিও প্রশিক্ষক জেলা অফিস পটুয়াখালী, সাং- দশআনা থানা খুলনা। (৩). জয় (১৬), সাং-পৌরসভা ২ নং ওয়ার্ড কাঠপট্টি পটুয়াখালী, বরিশাল টেকনিক্যাল কলেজ এর ১ম বর্ষের ছাত্র জয়।

নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শামীম পটুয়াখালী লোহালিয়া টু বাউফল দশমিনা সড়কে ভাড়া মোটরসাইকেল চালাতেন। প্রতিদিনের ন্যায় পটুয়াখালী পৌরসহরের বনানী এলাকা হইতে যাত্রী নিয়ে দশমিনার উদ্দেশ্য রওনা হয়ে ঘটনাস্থল শৌলা ব্রীজ এর একটু সামনে গেলে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় শামীম খান, বাকি ৩ জনকে আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ডাক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সার্টিফিকেট প্রদান করেছেন। তাই বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com