1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকের দায়ঃ

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন আমাদের প্রতিনিধির একন্ত সাক্ষাৎকারে বলেন :
জাতিসংঘের ১৯৪৮ সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে: “প্রত্যেকের মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে; এই অধিকারে হস্তক্ষেপ ছাড়াই মতামত রাখা, এবং কোনও গণমাধ্যমের মাধ্যমে তথ্য ও ধারণাগুলি অনুসন্ধান করা, গ্রহণ এবং গ্রহণের স্বাধীনতার সীমানা হিসেবে অন্তর্ভুক্ত”।

বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে কিন্তু তার খুব একটা কার্যকারিতা বর্তমানে নেই।

অমর্ত্য সেন বলেছেন, ‘সংবাদমাধ্যমের লাগাম টানার ফলে যেসব তথ্য সুপ্ত হয়ে যায়, তা একনায়কতান্ত্রিক সরকারকেই ভুল পথে চালিত করে। এটা অবশ্যই সত্য যে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ কেবল নাগরিকদেরই অন্ধকারে রাখে না, সরকারের কাছেও অতি জরুরি তথ্য পৌঁছাতে দেয় না।

গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি স্তম্ভ। এই স্তম্ভকে যতো মজবুত করা যাবে দেশ পরিচালনা ততই স্বচ্ছ হবে। গণতন্ত্র আর প্রশ্নবিদ্ধ হবে না। পাশাপাশি গণমাধ্যমের সমন্বয়হীনতা দূর করা জরুরি। মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমের শক্তির মূল বিষয় হচ্ছে সংবাদ প্রকাশে সত্যনিষ্ঠ থাকা এবং ভারসাম্য রাখা। তারপরও কেউ যদি সংবাদমাধ্যমের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা আইনের অপপ্রয়োগ করে, তাতে সামাজিক শক্তি সংবাদমাধ্যমের পাশে দাঁড়ায়। কিন্তু সংবাদমাধ্যম যদি ব্যক্তিস্বার্থে চালিত হয়, তাহলে শেষ পর্যন্ত রক্ষা হয় না।

সংবাদমাধ্যম কিংবা সংবাদমাধ্যমের কারণে সংক্ষুব্ধ পক্ষ- কেউ আইনের ঊর্ধ্বে নয়। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেককে আইনের সীমারেখার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। তিনি সাংবাদিক, রাজনীতিবিদ, আমলা, আইনজীবী- যেই হোন।

দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সংবাদপত্রের স্বাধীনতা অপিরহার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের ভুলত্রুটি যেমন সংবাদপত্রে তুলে ধরা দরকার; তেমনি সরকারের ভালো কাজের প্রশংসা করে সংবাদ, সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ হওয়া দরকার। কিন্তু অনেক সময় কোনো কোনো সংবাদপত্র, সংবাদমাধ্যম সরকারের ভালো কাজের প্রশংসার পরিবর্তে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিমূলক সংবাদ, সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করে।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক, সংবাদপত্রগুলোর জবাবদিহি, স্বচ্ছতা, বন্তুনিষ্ঠতা নিজেদেরই নিশ্চত করতে হবে। একই সঙ্গে একজন সাংবাদিক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের পক্ষে উদ্দেশ্যমূলক, মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে স্বাধীন, সঠিক সাংবাদিকতাকে অনেকদূর এগিয়ে নিতে পারে। কারণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চত করতে হলে একই সঙ্গে সাংবাদিক, সংবাদত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক সংগঠনগুলো, সুশীল সমাজের প্রতিনিধির দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। পাশাপাশি সরকার, সরকারের প্রশাসনকেও সহায়ক ভূমিকা নিতে হবে। তাহলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমানে দেশে বিশেষকরে মফস্বল এলাকায় যে সকল সাংবাদিকরা রয়েছেন তাদের অনেকেরই সাংবাদিকতার বিষয়ে সঠিক জ্ঞান নাই। শুধু মাত্র টাকার বিনিময়ে একটি কার্ড নিয়ে অধিকাংশ সাংবাদিকেরা রাজনৈতিক দলের ছায়াতলে থেকে দলীয় বিভিন্ন সিন্ডিকেটের অংশ হয়ে কাজ করে। যার মধ্যে রয়েছে এলাকার জমির দালালী, চাঁদাবাজি, থানার দালালী, যে কোন অযুহাতে মানুষকে হয়রানি ইত্যাদি। এসব সাংবাদিকদের অধিকাংশের শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই। নামে মাত্র সংবাদপত্র এবং অনলাইন পোর্টালগুলো টাকার বিনিময়ে এসব কার্ড বিক্রি করে থাকে। অধিকাংশ সংবাদপত্র বা অনলাইন পোর্টালের আবার কোন নিবন্ধনও নাই ফলে চা বিক্রেতা, রেন্ট কার ব্যাবসায়ী, দোকানদার, রাজনৈতিক কর্মীরা সহজেই সাংবাদিক নামক একটি মহান পেশার সাথে যুক্ত হয়ে এই পেশাকে কলুষিত করছেন। সাংবাদিকতাকে যেকোন মূল্যে প্রশ্নের ঊর্ধ্বে রেখে কাজ করতে হবে। টাকার বিনিময়ে কার্ড বানিজ্য বন্ধ করতে হবে। নামে বেনামে অনিবন্ধিত পোর্টাল বন্ধ করতে হবে। যে কেউ চাইলেই যেন কোন সংবাদপত্র বা অনলাইন পোর্টালের নিবন্ধন নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের কোন দলের দালালী করা থেকে বিরত থাকতে হবে । জমির দালালী, চাঁদাবাজি, থানার দালালী, যে কোন অযুহাতে মানুষকে হয়রানি যেন করতে না পারে। সাংবাদিকতা পেশার উদ্দেশ্য একজন সাংবাদিককে অনুধাবন করতে হবে এবং তা পালন করতে হবে। তাহলেই একজন সাংবাদিক সমাজ এবং দেশকে ভাল কিছু দিতে পারবে। পাশাপাশি রাষ্ট্রকেও গণমাধ্যমকে তার কাজের স্বাধীনতা দিতে হবে আর এভাবেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

আলমগীর হোসেন
সভাপতি – বাংলাদেশ প্রেস ক্লাব
কালীগঞ্জ উপজেলা, গাজীপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com