1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবায় খিজির চ্যাম্পিয়ন,সাকের উল্লাহ রানার্সআপ

মোং ফরিদ সিক্রেট রিপোর্টার চট্টগ্রাম বিভাগ
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোং ফরিদ
সিক্রেট রিপোর্টার
চট্টগ্রাম বিভাগ

ক্রীড়া প্রতিবেদক:১৮ আগষ্ট
চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দুইদিন ব্যাপী গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি(অনুর্ধ্ব১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১৭ আগস্ট সম্পন্ন হয়েছে।

৬ষ্ঠ রাউন্ড খেলা শেষে সাড়ে ৫পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর থেকে আগত আবদুল্লা খাজির বিন আয়াছ, ৫পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কক্সবাজার থেকে আগত সোঃ সাকের উল্লাহ ১ম রানাস-আপ, আবিদ মাহাদি সাদ ‍২য় রানার্স আপ হবার গৌরব অর্জন করেন।
সাড়ে ৪ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতিতে দুর্জয় দাস ৪র্থ , ফায়াজ চৌধুরী ৫ম স্থান এবং ৪পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে লুবাবা সেরা বালিকা পুরস্কার লাভ করেন।

এছাড়াও অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে আহনাফ দাইয়ান ১ম স্থান ও সৈয়দ সফিউল মুসনামিন ২য় স্থান জাজবির নুর জারিফ ৩য় স্থানলাভ করেন। অনুর্ধ্ব ১০ (বালক) সেরা হয়েছেন নাজিফ নিয়াজ, অনুর্ধ্ব ১০ (বালিকা) সেরা অপরাজিতা দাশ এবং সেরা ননরেটেড মোঃ রিয়াদ চৌধুরী।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা বাবু সুজল কুমার দত্ত।
বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, সিসিএ এর পরিচালক সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম,প্রশিক্ষক আসিফ মাহমুদ, অভিভাবকদের পক্ষে মাহাবুব আলম, আয়াজ গাজী, সুমাইয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট চীফ আরবিটার হিসাবে রাকিব-উল-ইসলাম সাচ্চু,ডেপুটি চীফ আরবিটার মোঃ নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।টুর্নামন্টে ৩৯জন রেটেড দাবাড়ুসহ মোট ৪৪জন অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com