1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিন দফা দাবিতে রংপুরে বিএফএ’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব  রাঙ্গুনিয়া ফেরিঘাট এলাকা হতে ৬জন আটক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ পরিবারের মাঝে এইড কুমিল্লার উদ্যোগে নগদ অর্থসহ ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বুরপৃষ্ঠ উচ্চ বিদ্যালয়ে এ নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা নগদ এবং ওয়াশ কিট হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার), ১টি গোসলের সাবান, ৪টি কাপড় ধোয়ার সাবান, ২টি পুনর্ব্যবহারযোগ্য সূতি কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন), ১টি প্লাস্টিক মগ, ৪ প্যাকেট ওরস্যালাইন, ১ পাতা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে বাকি ইউনিয়নসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রায় পরিবারকে সহয়তা করেছি, বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এইড কুমিল্লাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা প্রয়োজন। এ রকম পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইড কুমিল্লার বিভিন্ন পর্যায়ের পরিচালকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com