1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিন দফা দাবিতে রংপুরে বিএফএ’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব  রাঙ্গুনিয়া ফেরিঘাট এলাকা হতে ৬জন আটক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন এর ছেলে আল রাফি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নরসিংদীর শেখেরচরের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন রহমানের ছেলে আল রাফি ও তার বন্ধু রাইয়ানুর রহমান বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে মার্সিটিজ ব্রান্ডের একটি বিলাসবহুল প্রাইভেটকার।১৩/৯/২৪ ইং শুক্রবার প্রকাশ্যে এলে নরসিংদী জেলা ব্যাপি ব্যাপক সমালোচনার জড় উঠে। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ছনপাড়া সড়কের কাঞ্চন চান টেক্সটাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আল রাফি রহমান (১৮) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেলের ছাত্র। আরেক আটক রাইয়ানুর রহমান শ্রেষ্ট (১৯) ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই -এর পরিচালক ও রাজধানীর গেন্ডারিয়ার ডীননাথ এলাকার রকিবুল আলমের ছেলে। তিনি অস্ট্রেলিয়ায় একটি কলেজে লেখাপড়া করেন।গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস নরসিংদী থেকে শিক্ষার্থীদের নিয়ে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির উদ্দেশে রওনা হয়। কাঞ্চন-ছনপাড়া সড়কের গুতুলিয়া পৌঁছালে বাসটির পিছন থেকে একটি প্রাইভেটকার ওভারটেক করতে সাইড দেবার জন্য হর্ন বাজায়। কিন্তু সড়কটি সরু থাকার কারণে বাসটি সাইট দিতে না পারায় প্রাইভেটকারে থাকা লোকজন পিছন থেকে গালাগালি শুরু করে। একটু সামনে এসে প্রাইভেটকারটিকে সাইড দিলে সেটি বাসের সামনে এসে দাঁড়ায় এবং প্রাইভেটকারে থাকা একজন বাসের চালককের দিকে পিস্তল তাক করে গালাগালি শুরু করে। বিষয়টি বাসে থাকা গ্রিন ইউনিভার্সিটির ছাত্ররা দেখতে পেয়ে বাসের ড্রাইভারকে দ্রত গতিতে বাস চালাতে বলে। প্রাইভেটকারটি সড়কের কাঞ্চন চান টেক্সটাইল পৌঁছালে বাসে থাকা ৪০/৪২ জন শিক্ষার্থী প্রাইভেটকারে থাকা দুই জনকে আটক করে। শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে প্রাইভেটারের ভেতরে বসার সিটের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে রূপগঞ্জ থানা পুলিশ গ্রিন ইউনিভার্সিটিতে আসে। পরে শিক্ষার্থীরা উদ্ধার হওয়া পিস্তলসহ ওই দুই এবং বিলাসবহুল প্রাইভেটকারটি পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, অস্ত্র উদ্ধার ও দুই জন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বর্তমানে তারা জেল হাজতে আটক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com