1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
‎মহেশখালী পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদে আশু সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতঃ গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭ গরু চোর আটক চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ । বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য বান্দরবানে এনসিপি নেতা সারজিস আলম’কে অবাঞ্চিত ঘোষনায় ছাত্র সমাজ সংবাদ সম্মেলন নীলফামারীতে লটারির ড্র না দেওয়ায় কুটির শিল্প মেলায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর। যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত নানা নাটকীয়তা শেষে শিকলবাহার প্যানেল চেয়ারম্যানের চেয়ারে বসলেন জাহাঙ্গীর আলম.. Heading: “অপরাধীর পরিচয়ই কি দায়মুক্তির ঢাল?”

প্রসঙ্গ : স্থানীয় সরকার সংস্কার কমিশন বনাম গোজামিল সুপারিশ

অথই নূরুল আমিন
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অথই নূরুল আমিন

চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না, মেম্বারের ভোটে চেয়ারম্যান নির্বাচিত। বৈঠকে মতামত দেওয়া ছাড়া কোনো পদ পাবেন না এমপিরা,

এই ধরনের জগাখিচুড়ি বা গোজামিল পরামর্শ যদি একটি কমিশন থেকে আসে। তাহলে একটি জাতি পিছনে পড়বে এটাই স্বাভাবিক।

স্থানীয় সরকার কমিশনকে আমি বারবার বলেছি। স্থানীয় সরকার নির্বাচন যত সুন্দর বা যত আধুনিক হবে। ততই দেশের উন্নয়ন, সমাজ উন্নয়ন এবং জাতির কল‍্যাণ বয়ে আনবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রথমেই ভোটার পদ্ধতির পরিবর্তন করতে হবে। এখানে প্রথমেই চিহ্নিত করতে হবে, সমাজের কোন্ কোন্ শ্রেণির লোক স্থানীয় সরকার নির্বাচনে ভোট প্রদান করবে বা করতে পারবেন ।

যতদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে ভোটার পদ্ধতির পরিবর্তন না আনা হবে, ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে না। আমার পরামর্শ মতে স্থানীয় সরকার নির্বাচনে শুধুমাত্র তারাই ভোটার হবেন। যারা মেট্টিক অথবা এসএসসি পাশ বা তার উপরের শিক্ষিত জনগণ।

স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার গুলো নিম্নরুপ :

১. শুধুমাত্র মেট্টিক অথবা এসএসসি পাশ এবং তার উপরের জন্মসূত্রে বাংলাদেশিরা ভোট প্রদান করার জন্য ভোটার হবেন । ভোট প্রদান নামে আলাদা কার্ড থাকবে ভোটারদের। আর অন‍্য ভোটারদের ভোটার আইডি কার্ড ঠিকই থাকবে। শিক্ষিত অশিক্ষিত সবাই ভোটার কার্ড পাবেন। তবে ভোট প্রদান কার্ড পাবেন শুধুমাত্র মেট্টিক পাশ অথবা তার উপরের নাগরিকেরা তবে সরকারি চাকরিজীবনে কেউ ভোটার কার্ড পাবেন না। অবসরপ্রাপ্তরা ভোট প্রদান ভোটার হতে পারবেন।

২. স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের থাকবে ভিন্ন ভিন্ন প‍্যানেল। প‍্যানেল পদ্ধতিতে প্রতিটা ইউনিয়ন, পৌরসভা এবং সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ক) ইউনিয়ন নির্বাচনে একজন চেয়ারম্যান,তিনজন ভাইস চেয়ারম্যান এবং নয়জন মেম্বার মিলে হবে একটি প‍্যানেল এমন একটি কোর্ড নম্বর একটি ব‍্যালট। এরকম ভাবে যত খুশি তত প্রার্থী বা তত প‍্যানেল থাকতে পারে। এককথায় স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকতে পারবে না এবং একক ভাবে কোনো ব‍্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ও পারবে না।

( খ) একই পদ্ধতিতে পৌরসভা এবং সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শর্ত থাকে যে, প‍্যানেল নির্বাচনের দায়বদ্ধতা হলো, বিজয়ী প‍্যানেল থেকে যেকোনো একজন ব‍্যক্তি, জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করে যদি অপরাধী হয়। দুর্নীতি সহ অপরাধ প্রমাণিত হলে, যদি আদালতে সাজাপ্রাপ্ত হয়, তাহলে ঐ প‍্যানেল সম্পূর্ণ ভাবে অকার্যকর হবে।

তবে বর্তমান স্থানীয় সরকার সংস্কার কমিশন বলেছেন স্নাতক পাশ জনপ্রতিনিধি থাকতে হবে। এরকম প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করছি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com