1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

চকরিয়া হাতির আক্রমণে ১ শ্রমিক নিহত আহত ১ 

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতর জঙ্গল পরিস্কার করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছে। একই সময়ে গুরুতর আহত হয় আরও এক শ্রমিক। হতাহত দুইজনকে বন বিভাগ কর্তৃক নিয়োজিত করা হয় জঙ্গল পরিস্কারের জন্য।

আজ রবিবার সন্ধ্যার আগে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ ফুলছড়ি বন বিটের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক স্থানে দুই শ্রমিকের ওপর আক্রমণের এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবু ছিদ্দিক (৬৫)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের জুম নগর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। আহত শ্রমিকের নাম মোহাম্মদ ইলিয়াস (৪৫)। তিনিও একই এলাকার মৃত আবুল হোছনের পুত্র।

বন্যহাতির আক্রমণে দুই শ্রমিক হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি বন বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান- শুষ্ক মৌসুমে সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় প্রতি বছরের ন্যায় জঙ্গল পরিস্কারের কাজ করা হয়। এবারও জঙ্গল পরিস্কারে নিয়োজিত করা হয় কিছু শ্রমিককে। দিনভর জঙ্গল পরিস্কার শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি বন্যহাতি দৌঁড়ে এসে দুই শ্রমিককে শুঁড় দিয়ে ও পায়ের তলায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অপর শ্রমিককে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের লাশ উদ্ধারসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন বলে বন বিভাগ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com